আজ এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত (India) এবং শ্রীলংকা (Srilanka)। আজ শ্রীলংকার কলম্বোর প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে এই ফাইনাল ম্যাচ।
এবারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। গ্রুপের প্রত্যেকটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছিল ভারত। সুপার ফোর এর প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। তবে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছে ভারতকে।
অপরদিকে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের পর হাড্ডিহাড্ডি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে দাশুন সানাকার শ্রীলঙ্কা দল। গতবারও সবাইকে অবাক করে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এবারও তারা ফাইনালে ওঠে সবাইকে চমকে দিয়েছে।
আজ ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারের পরিবর্তে রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে দেখে নিয়েছে রোহিত শর্মা। তবে আজকের ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই ঝাপাবে ভারত।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফাইনাল ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঈশান কিসান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যাশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।