আজ এশিয়া কাপের নিয়ম রক্ষার ম্যাচে ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে। ইতিমধ্যেই এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। অর্থাৎ আজকের ম্যাচ ভারতের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার।
Consecutive wins in Colombo for #TeamIndia 🙌
Kuldeep Yadav wraps things up in style as India complete a 41-run victory over Sri Lanka 👏👏
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/HUVtGvRpnG
— BCCI (@BCCI) September 12, 2023
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যেই এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অপরদিকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ ভারতের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দল একাধিক পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে।
যেহেতু সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাই এই ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে দেখতে চলেছে। আজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সূর্য কুমার যাদব। এছাড়া মহম্মদ সামিকেও প্রথম একাদশে খেলানো হতে পারে।
এবারের বিশ্বকাপের দলে রয়েছে সূর্য কুমার যাদব। সামি এশিয়া কাপে একটি ম্যাচ খেললেও সূর্য কুমার এখনো পর্যন্ত একটি ম্যাচও খেলেনি। তাই সূর্যকে একবার সুযোগ দিয়ে দেখতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
How about THAT for a catch! 🙌
Brilliant from Suryakumar Yadav as Hardik Pandya gets wicket number 8⃣ for #TeamIndia 👏👏
Follow the match ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL | @surya_14kumar | @hardikpandya7 pic.twitter.com/luRcFtLPFY
— BCCI (@BCCI) September 12, 2023
এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যাশস্প্রীত বুমরাহ।