বিরাট-রাহুলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত India এবং বাংলাদেশ (Bangladesh)। অস্ট্রেলিয়ার এডিলেড ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই বাংলাদেশে অধিনায়ক সাকিব আল হাসান। এর ফলে প্রথম ব্যাটিং করতে আসে ভারত (India)।

ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত (India)। মাত্র দু রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma)। হাসান আহমেদের বলে সহজ ক্যাচ দিয়ে বসেন তিনি। তবে রোহিত আউট হলেও ব্যাট হাতে তান্ডব শুরু করেন কে এল রাহুল এবং বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম তিনটি ম্যাচে ব্যাটে রান না পেলেও এই ম্যাচে 32 বলে 50 রান করেন রাহুল।

রাহুল আউট হওয়ার পর ক্রিজে এসেই ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন সূর্য কুমার যাদব। মাত্র 16 বলে 30 রান করেন সূর্য। সাকিব আল হাসান এর বলে বোল্ড হয়ে যান সূর্য। তরপর দ্রুত তিন উইকেট হারায় ভারত। তবে একদিকে টিকে ছিলেন বিরাট কোহলি। 44 বলে 64 রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। নির্ধারিত কুড়ি ওভার শেষে 6 উইকেট হারিয়ে 184 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে মাত্র দুরান উঠলেও পরের তিনটি ওভার থেকে যথাক্রমে 12, 16 ও 16 রান তুলে নেন বাংলাদেশ এর ব্যাটার লিটন দাস। প্রতি ওভারেই চার ছয় মারছিলেন তিনি। সাত ওভারেই 66 রান করে ফেলে বাংলাদেশ। ঠিক সেই সময় বৃষ্টি নামে।

এই বৃষ্টিই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য। বৃষ্টির পর খেলা শুরু হলে ছন্দ হারায় বাংলাদেশ। প্ৰথমে রান আউট হন লিটন দাস। তারপর আর কোন বাংলাদেশি ব্যাটার দাঁড়াতেই পারলেন না ভারতীয় বোলারদের সামনে। দুর্দান্ত বোলিং করে ভারতকে ম্যাচে ফেরালেন অর্ষদীপ সিং, মহম্মদ সামি। 145 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ এর ইনিংস। পাঁচ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছে বিরাট কোহলি।