মিরপুরে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ২২৭ রান তোলে বাংলাদেশ (Bangladesh)। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩১৪ রান করে ভারত। প্রথম ইনিংসে ৮৭ রানে এগিয়ে যায় ভারত (India)।
𝙒𝙄𝙉𝙉𝙀𝙍𝙎 👏👏#TeamIndia | #BANvIND pic.twitter.com/NFte0lKgbg
— BCCI (@BCCI) December 25, 2022
দ্বিতীয় ইনিংসে ২৩১ রান তুলে ভারতের (India) সামনে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১১৪ রানের টার্গেট সেট করে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে যায় ভারত, পরপর ৪ উইকেট হারায় তারা। ফিরে যান দুই ওপেনার সহ পূজারা, বিরাট কোহলি।
চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে ফের বিপর্যয় ঘটে ভারতের। চতুর্থ দিনের শুরুতেই পরপর তিন উইকেট হারায় ভারত। পর পর সাজঘরে ফিরে যান জয়দেব উনদকাট, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ভারতের ৭ উইকেট পড়ে যাওয়ার পর জয়ের আশা দেখতে শুরু করেন শাকিব আল হাসানরা।
কিন্তু সেখান থেকে দুর্দান্ত পার্টনারশিপ করে ম্যাচ ঘুরিয়ে দেন শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন জুটি। চতুর্থ ইনিংসে দুর্দান্ত স্পিন করছিল পিচে, আর সেই সুযোগ কাজে লাগিয়েছিল বাংলাদেশের স্পিনাররা। মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করে ভারতীয় ব্যাটিংয়ের ভীত নাড়িয়ে দিয়েছিলেন। ৫ টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান নেন দুটি উইকেট।
A cracking unbeaten 71-run stand between @ShreyasIyer15 (29*) & @ashwinravi99 (42*) power #TeamIndia to win in the second #BANvIND Test and 2⃣-0⃣ series victory 👏👏
Scorecard – https://t.co/CrrjGfXPgL pic.twitter.com/XVyuxBdcIB
— BCCI (@BCCI) December 25, 2022
একটানা বোলিং করার ফলে নিজেদের কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার জন্য পেস বোলারদের দিয়ে কিছুক্ষণ বোলিং করান বাংলাদেশের অধীনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়কের এই ভুল এই কাজে লাগানো ভারতের দুই ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন। শ্রেয়স ২৯ এবং অশ্বিন ৪২ রান করে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে বাংলাদেশ কে টেস্ট সিরিজে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত।