আজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত (India)। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে। আজ ভারত হারলেই দু ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
A special fifty 👍
A special celebration for someone special from the Rohit Sharma family ☺️#TeamIndia | #WIvIND | @ImRo45 | @TilakV9 pic.twitter.com/G7knVbziNI
— BCCI (@BCCI) August 6, 2023
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামির মত ভারতের প্রথম সারির এক ঝাঁক ক্রিকেটারকে। চোটের কারণ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না মহম্মদ সিরাজ।
আরও পড়ুন:- IND vs WI: ক্যাপ্টেন হার্দিক পান্ড্য-এর ভুলই প্রমাণিত হল টিম ইন্ডিয়ার পরাজয়ের সবচেয়ে বড় কারণ
সামনে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই কারণে ভারতীয় রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিচ্ছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাতেই ঘটেছে বিপর্যয়।
আরও পড়ুন:- এই খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ জেতা তো দূরের স্বপ্ন… ফ্লপ শো’র কারণে টেনশনে ভক্তরা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে ব্যাট এবং বল দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয় ভারত। সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, উমরান মালিক, অক্ষর পটেলেরা আশানুরূপ পারফরম্যান্স করতে পারে নি। এমন পরিস্থিতিতে আজ ভারতীয় দলে দেখা যেতে পারে কুল-চা জুটি অর্থাৎ কুলদীপ যাদব এবং জুজবেন্দ্র চাহালকে একসাথে খেলাতে পারে ভারত। সেইসঙ্গে আজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়ালও।
💬 "Be proud of yourself."
Huddle talk from captain Hardik Pandya as Tilak Varma & Mukesh Kumar make their T20I debuts 🧢#TeamIndia | #WIvIND | @hardikpandya7 | @yuzi_chahal | @TilakV9 pic.twitter.com/yd0G3qctG2
— BCCI (@BCCI) August 3, 2023
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।