‘বিশ্বকাপে কোন দুই ক্রিকেটারের অভাবে ভুগতে হবে ভারতকে’, জানালেন হরভজন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যদের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সেই দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। তবে দলে নেই কোন বাঁ হাতি ফাস্ট বোলার, নেই কোন ডানহাতি স্পিনার। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Yuzbendra Chahal

এবার ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের তারকা স্পিনার হরভজন সিং। এদিন একটি সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, “বিশ্বকাপের জন্য ভারতীয় দল ভালো হয়েছে। তবে দলে দুই ক্রিকেটারের অভাব রয়েছে। তারা হল যুজবেন্দ্র চাহাল এবং আরশদীপ সিং। বাঁ হাতি পেসার যে কোনও দলে থাকলে সেই দল উপকৃত হবে।”

হরভজন বলেন, “বাঁহাতি বোলার থাকা যে কোন দলের পক্ষেই ভালো। বাঁহাতি বোলার যদি ইনিংসের শুরুতে বল সুইং করায় এবং দুটি উইকেট তুলে নেয় তাহলে সেটা বিপক্ষ দলের জন্য খুবই বিপদজনক হবে। অপরদিকে ভারতের পিচে একজন ডানহাতি স্পিনার দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ।”

মিচেল স্টার্ক, শাহীন আফ্রিদির কথা তুলে হরভজন বলেন, “আপনারা শাহিন আফ্রিদি বা মিচেল স্টার্ককে দেখুন। ম্যাচে কতটা প্রভাব ফেলে ওরা। অস্ট্রেলিয়া যে বার বিশ্বকাপ জিতল সে বার প্রতিটা ম্যাচে ব্যাপক প্রভাব ফেলেছিল স্টার্ক। ব্রেন্ডন ম্যাকালামকে প্রথম বলে আউট করেছিল। ওই গতিতে যদি বল ভেতরে ঢুকে আসে তা হলে ডান হাতিদের ক্ষেত্রে কতটা অসুবিধা হবে ভাবুন।”

Arshadeep Singh

এছাড়াও চাহাল প্রসঙ্গে হরভজন বলেন, ” ভারতের পিচে চাহাল সবসময় বিপদজনক। চহাল অতীতে বহু ম্যাচে জিতিয়েছে। যে কোনও স্পিনারের থেকে বেশি উইকেট নিয়েছে। ও নিজেকে এত বার প্রমাণ করেছে। আমি দল পরিচালন সমিতিতে থাকলে ওকে অবশ্যই রাখতাম।”