অধিনায়ক হিসাবে ধোনি-কোহলি যেটা পারেনি সেটা করে দেখালেন রোহিত! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T-20 সিরিজ জিতল ভারত

ক্রিকেট মানেই রেকর্ড ভাঙ্গা-গড়া, নতুন রেকর্ড তৈরি করা। অধিনায়ক হিসাবে ধোনি-কোহলি যেটা পারেনি সেটা করে দেখালেন অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে ভারতকে সব ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ (India VS South Africa T-20 Series) জিতে আলাদা নজির গড়লেন, যা অন্যান্য অধিনায়কদের এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আসুন জেনে নেয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টির ইতিহাস।

Indian captain

দক্ষিণ আফ্রিকা ২০১৫ সালে প্রথম ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে। সেই সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল সফরকারী দল। তখন দলকে নেতৃত্ব দেন এমএস ধোনি। ভারত প্রথম ম্যাচে ১৯৯ রান তুললে এবি ডিভিলিয়ার্স ও জেপি ডুমিনির দাপটে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। তার পরের ম্যাচে ভারতের ইনিংস মাত্র ৯২ রানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচও খুব সহজেই জিতে নেই দক্ষিণ আফ্রিকা। এরপর ইডেনে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। অর্থাৎ ভারতে এসে ২০১৫ সালে টি-টোয়েন্টি সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। ধোনি এশিয়া কাপ থেকে শুরু করে অনেক আইসিসি ট্রফি জেতালেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় অধরা রয়ে যায়।

 

এরপর ২০১৯ সালে আবার ভারত সফরে আসে দক্ষিণ আফ্রিকা (India VS south Africa) টি-টোয়েন্টি সিরিজের জন্য। এই সিরিজ বিরাট কোহলির নেতৃত্বে ড্র হয়ে যায়। সিরিজের প্রথম ম্যাচ ধর্মশালায় বৃষ্টির কারণে বাতিল হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে মোহালিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করে ১৪৯ রান তোলে, সেই ম্যাচ বিরাট বাহিনী জেতে। এরপর ব্যাঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানে ইনিংস শেষ করে, সেই ম্যাচও ডি-ককের দাপটে ম্যাচ জিতে নেই দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে এক ম্যাচ বাতিল হওয়ায় সিরিজ ১-১ ড্র হয়।

India vs south Africa

চলতি বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসেছিল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। যদিও এই ম্যাচে ছিলেন না বিরাট ও রোহিত, তারা ইংল্যান্ড সফর করেছিলেন টেস্ট সিরিজের জন্য। যার ফলে এই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্ত। ভারতের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের সিরিজের দক্ষিণ আফ্রিকায় প্রথম দুটি ম্যাচ জিতে নেই। তারপরের দুটি ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের শেষ ম্যাচটি ছিল খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফলাফলে নির্ধারণ করত সিরিজ কাদের। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচ ৩.৩ ওভার হওয়ার পরেই প্রবল বৃষ্টির কবলে পরে ম্যাচ। যার ফলে এই ম্যাচ বাতিল হয় এবং সিরিজ অমীমাংসিত রয়ে যায়।

India vs south Africa

অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ভারতে এসে ধোনির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতে। বিরাট কোহলির সিরিজ ড্র। ঋষভ পন্তের সিরিজ অমীমাংসিত। তবে এবার রোহিত শর্মার নেতৃত্বে ভারত দল সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ হারলো। এই সিরিজের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করে মাত্র ১০৬ রান তোলে। এই ম্যাচ ভারত 2 উইকেট হারিয়ে সহজেই জিতে নেই। তারপর দ্বিতীয় ম্যাচ ভারত প্রথমে ব্যাট করে ২৩৮ রানের বিশাল টার্গেট দেয়। এই ম্যাচেও ভালো লড়াই চালিয়ে হারতে হয় সফরকারীদের। এই সিরিজে জয় ছিনিয়ে রোহিত শর্মা ভারতের হয়ে একটি নতুন রেকর্ড (Rohit Sharma Record) গড়লেন।