সিরিজ জয়ের ট্রফি দীনেশ কার্তিকের হাতে তুলে দিয়ে দেশবাসীর মন জয় করলেন রোহিত শর্মা, দেখুন ভাইরাল ভিডিও

মহালিতে প্রথম T20 আন্তর্জাতিক হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারত ২০০ এর উপর রান তুললেও অস্ট্রেলিয়া তা দুর্ধর্ষ ভাবে রান তাড়া করে সেই ম্যাচ জিতে যায়। নাগপুরে বৃষ্টি বিঘ্নিত আট ওভারের ম্যাচে রান তাড়া করে সিরিজের সমতা ফেরায় মেইন ইন ব্লু। তবে রবিবার হায়দ্রাবাদে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিঞ্চ বাহিনীকে পরাস্ত করে শ্রী জয় নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার দল।

হার্দিক পান্ডিয়ার শর্ট বাউন্ডারী পেরোতেই একবর বাকি থাকতে ভারত ম্যাচ জিতল ছয় উইকেট নিয়ে। ম্যাচের সেরা সূর্য কুমার যাদব। ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষিত করা হয় অক্ষর প্যাটেলকে। ভারতের ইনিংসে শুরুটা খুব একটা ভালো হয়নি। কে এল রাহুল চার বলে এক রান করে প্যাভিলিয়নে ফেলে। রোহিত শর্মা শুরুটা কিছুটা ভালো করল ১৭ রান করে ফিরতে হয় তাকে। তারপরে ম্যাচের হাল ধরে বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব।

 

সূর্য কুমার যাদব ১৯১ স্ট্রাইক রেট নিয়ে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে। এই সময় পাঁচটি চার এবং পাঁচটি ছয় মারেন তিনি। সূর্য কুমারকে আউট করে বিরাট এবং সূর্য কুমার এ পার্টনারশিপ ভাগেন হ্যাজেল। ৩৭ বলে অর্ধ শতরান সম্পূর্ণ করে বিরাট কোহলি। শেষ ছয় বলে দরকার ছিল ১১ রান। প্রথম বলাই একটি ছক্কা হাকান বিরাট। তারপরে তিনি ক্যাচ আউট হন। ৪৮ বলে ৬৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। শেষ ওভারের পঞ্চম বলে একটি চার মেরে জয় তুলে দেন হার্দিক পান্ডিয়া।

 

 

ভারতের হয়ে আবারও বোলিংয়ে জাদু ছড়ানোর কাজ করলেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল অধিনায়ক অ্যারন ফিঞ্চ, হোসে ইঙ্গলিস এবং ম্যাথিউ ওয়েডকে শিকারে পরিণত করেছিলেন। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। যুজবেন্দ্র চাহালও আজ খুব কার্যকর প্রমাণিত হন, তিনি চার ওভারের স্পেলে ২২ রান দিয়ে একটি উইকেট নেন।