আজ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (NZ Vs IND T-20 Series) শেষ ম্যাচ। এই সিরিজে ১-0 ব্যবধানে জিতে নিল ভারত। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলেন। নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন আরশদীপের বলে মাত্র ৩ রান করে LBW আউট হয়ে ফিরে যান। তারপরই মার্ক চ্যাপম্যান পাওয়ার-প্লের শেষ ওভার ১২ বলে ১২ রান করে ফিরে যান মোহাম্মদ সিরাজের বলে। তারপর দলের পুরো দায়িত্ব তুলে নেয় ডেভন কনওয়ে ও ফিলিপস। দুজনে ব্যাট হাতে অর্ধশতরন করেন। শেষমেশ নিউজিল্যান্ড ২০ ওভারের বিনিময় ১৬০ রান তোলেন।
দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে খেলা অসমাপ্ত থেকে গেলেও সিরিজ জিতে নেই তারা। মাঠের মধ্যে আবারো দেখা গেল সিরিজের প্রথম দিনের অবস্থা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারেনি আয়োজকরা। দ্বিতীয় ম্যাচে ভারত ৬৫ রানের বড় ব্যবধানের জয় পেয়েছিল। আর আজ আবহাওয়ার দুরবস্থা দেখে ম্যাচ টাই ঘোষণা করলো কর্তৃপক্ষ। ICC-র নিয়ম অনুযায়ী, ভারত এক ম্যাচের নাটকীয় জয়েই সিরিজ জিতে নিলো। আজকের ম্যান অফ দ্যা ম্যাচ মোহাম্মদ সিরাজ এবং ম্যান অফ দ্যা সিরিজ সূর্য কুমার যাদব।
এই ম্যাচে বল হাতে ছন্দে দেখা গিয়েছে মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিংকে। মোহাম্মদ সিরাজ ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে চারটি মূল্যবান উইকেট তুলে নেন। দলের প্রথম সাফল্য এনে দেয়া আরশদীপ সিংও ৪ ওভারে ৪ উইকেট নেন। যেখানে তার শেষবারে হ্যাটট্রিক।
ডেভন কোনওয়ে ও ফিলিপসের দুর্দান্ত অর্থ:-
প্রথমে ২ উইকেট হারিয়ে যাওয়ার ফলে ফিলিপস শুরুটা ধীরে করলেও তারপর আক্রমণ শুরু করেন এবং মাত্র ৩১ বলেই নিজের অর্ধ-শতরান পূর্ণ করেন। কনওয়ে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং ফিলিপসের সাথে ভালো সঙ্গ দিয়েছেন। দুজনের জুটি থেকে এসেছে ৬৩ বলে ৮৬ রান। ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন ফিলিপস। ফিলিপসের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা দিয়ে। তারপরেই ৪৯ বলে ৫৯ রান করে পর কনওয়েও আউট হন। কনওয়ের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ২ টি ছক্কা দিয়ে।
শেষের দিকে ঝড়ের গতিতে উইকেট হারাতে থাকে কিউই দল। এক সময় তিন উইকেট হারিয়ে ১৪৬ রানে দাঁড়িয়ে ছিল তারা। কিন্ত মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং আক্রমণাত্মক বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের পরাস্ত করে। তারপর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ৩ রান যোগ করতে ৬ উইকেট হারায়। এই ঘটনা টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার। ১৪৯ রান তুলতে ৯ উইকেট হয়ে যায় তাঁদের। আরশদীপের শেষ ওভারে আসে হ্যাটট্রিক (Arshdeep Hat-trick)। তিনি শেষ ওভারের প্রথম বলেই ফেরান ৫ বলে ১০ রান করা ডারইল মিচেলকে, দ্বিতীয় বলে সৌদিকে বোল্ড করেন এবং হ্যাটট্রিক বল অর্থাৎ তৃতীয় বলে মিলনে রান আউট হয়ে ফিরে যান।
জবাবে ভারত ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ভারত ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে। ওপেনিং করতে আসা ঈশান কিষান ১১ বলে ১০ রান করেই ফিরে যান এবং ঋষভ পন্ত ৫ বলে ১১ রান করে ফেরেন। ভারতের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান। এখানে বৃষ্টির কারণে খেলা সমাপ্ত। টাই বলে ঘোষিত কর্তৃপক্ষের।