দ্বিতীয় T20 ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে T20 সিরিজ জিতে নিল ভারত

বাংলাদেশ সফরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। বাংলাদেশ সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (Bangladesh Women Cricket Team)। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলাফলে আগেই এগিয়ে গিয়েছিল ভারতীয় মহিলা দল।

মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও এই ম্যাচের রান পেলেন না স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা।

আরও পড়ুন:- বুধবার প্রথম টেস্টে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

১৩ বলে ১৩ রান করে আউট হয়ে যান ভারত ওপেনার স্মৃতি মান্ধানা, শেফালী ভার্মা করেন ১৯ রান, এটাই ভারতের সর্বোচ্চ। গত ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেও অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্যাচে প্রথম বলেই আউট হয়ে যান শূন্য রানে। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৮ উইকেটে মাত্র ৯৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

আরও পড়ুন:- ছাঁটাই হবেন রোহিত! টেস্ট অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি, দাবী নির্বাচক প্রধানের

এত কম রান করে ম্যাচ জিততে হলে বোলিংয়ের শুরুটা ভাল করতে হত ভারতকে। সেটাই করেন মিন্নু মণি ও দীপ্তি। বাংলাদেশের টপ অর্ডার রান পায়নি। পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট পড়ে যায় বাংলাদেশ এর।

অধিনায়ক নিগার সুলতানা ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটার দু’অঙ্কে পৌঁছতে পারেননি। নিগার ৩৮ রান করেন। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। ভারতের দেওয়া ৯৬ রানের টার্গেট চেজ করতে নেমে ৮৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৮ রানে এই ম্যাচ জিতে নেয় ভারত। এই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।