পাকিস্তান হারতেই খুশি ভারতীয় সমর্থকরা, সোশ্যাল মিডিয়ায় করা হল ব্যাপক ট্রোল…

রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড (England) এবং বাবর আজমের পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Butler)।

এর ফলে প্রথম ব্যাটিং করতে আসে পাকিস্তান (Pakistan)। ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার মহম্মদ রিজওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাটিং করছেন এর শুরুতে ওপেনার অ্যালেক্স হেলসকে হারিয়ে চাপে পড়লেও আক্রমণাত্মক ব্যাটিং করে সেই চাপ রিলিজ করে দেয় ইংল্যান্ড।

শুরুতে বাটলার এবং শেষের দিকে বেন স্টোকস নেমে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজন তুলে নেয় ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড।

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যখন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত তখন ভারতীয় ক্রিকেটার সহ সমগ্র ভারতীয় দলকে নিয়ে ব্যাপক ট্রোল করেছিল পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। আর তাই এবার সুযোগ হাতছাড়া করেনি ভারতীয় সমর্থকরাও। ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারতেই। পাকিস্তান দলকে নিয়ে ব্যাপক ট্রোল করল ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

https://twitter.com/GHellbrothers/status/1591756052911230977?t=gn_Z24yzfczloF99CsZriw&s=19

পাকিস্তানকে ট্রোল করে এক ভারতীয় সমর্থক টুইটারে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে, “আজ তোমাদের সঙ্গে আমরাও বেশ খুশি।”
আরেক ভারতীয় সমর্থক লিখেছেন, “পাকিস্তানের বিশ্বকাপে পারফরমেন্স ২%। নেদারল্যান্ডের পারফরমেন্স ৯৮%। এই নিয়েই তারা সেমিফাইনালে উঠেছে।”