আগস্টেই এশিয়া কাপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মারাত্মক উত্তেজিত রাহুল দ্রাবিড়

এশিয়া কাপে (Asia Cup) ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দারুণ উত্তেজিত ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)এশিয়া কাপেই ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান দল। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সেই নিয়ে ক্রিকেট ভক্তদের পাশাপাশি টিম ইন্ডিয়ার হেড কোচও অপেক্ষায় আছেন।

আরো পড়ুনঃ আগস্টের শেষেই হতে চলেছে এশিয়া কাপ ২০২৩! জানুন ম্যাচের শিডিউল নিয়ে ঠিক কি বললেন জয় শাহ

এদিন তিনি বলছেন, “দারুণ কয়েকটা ম্যাচ হওয়ার অপেক্ষায় রয়েছি। ফাইনাল পর্যন্ত ভাল খেলতে চাই এবং ট্রফি জিততে চাই। তবে আগে প্রথম দুটো ধাপ আমাদের পেরোতে হবে।” বিসিসিআই সূত্রে  গতকালই প্রকাশ্যে এসেছিলো এশিয়া কাপের শিডিউল। সূচি অনুযায়ী এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ শে আগস্ট এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ই সেপ্টেম্বর।

হেড কোচ নিজেই জানিয়েছেন শুধু ফাইনালে ওঠাই ভারতীয় দলের মূল লক্ষ্য নয়। ম্যাচে জেতাই তাঁদের আসল উদ্দেশ্য।  রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আরো বলেছেন, “প্রথম দুটো ম্যাচে পাকিস্তান ও নেপালের সঙ্গে আমাদের খেলতে হবে। ওই দুটো ম্যাচের উপরে আমাদের ফোকাস করতে হবে। উচ্চমানের ক্রিকেট তুলে ধরতে হবে। ম্যাচগুলো জিততে হবে, তার পরে দেখতে হবে টুর্নামেন্ট কোন দিকে অগ্রসর হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যদি তিনবার খেলার সুযোগ হয়, তাহলে বলবো দারুণ ব্যাপার। আমরা ফাইনালে পৌঁছব।

আরো পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজ টিম নিয়ে বড় ঘোষণা আন্দ্রে রাসেলের! জানালেন দেশের হয়ে খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ

আশা করি পাকিস্তানও ফাইনালে যাবে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমাদেরও লক্ষ্য রাখতে হবে সেই ফাইনালের দিকে। ফাইনাল জেতা আমাদের লক্ষ্য। তবে সবার আগে প্রথম দুটো ম্যাচে ফোকাস রাখতে হবে।” এশিয়া কাপের অংশ নেওয়া ছয়টি দলকে দুটি করে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপ ‘এ’ তে থাকছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’ তে থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান।