সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিকরনের জন্য দ্বি-পাক্ষিক তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia Series) দুই দল। যার মধ্যে মহালিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই ভারতকে হার স্বীকার করতে হয়েছে। যদিও সেই ম্যাচে রান কম ছিল না তার সত্ত্বেও বড় রান ডিফেন্স করতে ব্যর্থ হলেও ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket)।
হ্যাঁ, ভারত প্রথম ম্যাচে ২০৯ রানের টার্গেট দিয়ে মাঠে নামলেও বোলিং ও ফিল্ডিংয়ে ছিলো না কোন ধারাবাহিকতা। একদিক দিয়ে যেমন বোলিংয়ে ব্যর্থ অন্য দিক দিয়ে ফিল্ডিংয়েও, একের পর এক ক্যাচ মিস। ঠিক এশিয়া কাপে ভারতকে যে কারণে হারতে হয়েছিল সেই একই কারণ দেখা গেল অস্ট্রেলিয়ার (Australia Cricket) বিরুদ্ধেও।
ভারতের এই ব্যর্থতার কারণে সমালোচনার শেষ নাই। ইতিমধ্যে ভারতীয় দলকে নিয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তিনি মন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেন গত ৪-৫ বছর আগের ভারতীয় ফিল্ডিংয়ের মত এখনের ফিল্ডিং আর নাই। তিনি রোহিত ও রাহুলকে তোপ লাগিয়ে বলেন ভারতীয় দলের পরিবর্তন কোথায়। যদি এমনটাই হয় তাহলে ভারতীয় দলকে সবকটি ম্যাচই হারতে হবে।
ক্রিকেট বিশেষজ্ঞরা মূলত এই ম্যাচ হারার জন্য বোলিং ও ফিল্ডিং কেই দায়ী করছেন। কারণে দলে দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে আমূল পরিবর্তন। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ জিতে নিজেদের এক ধাপ এগিয়ে নিয়েছেন। তবে এবার সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দলে দ্বিতীয় ম্যাচে হতে পারে এই ৪ বড় পরিবর্তন। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল, নাগপুর স্টেডিয়ামে। আসুন দেখে নেওয়া যাক!
১. ভুবনেশ্বর কুমার (বুমরাহ)
দল পরিবর্তনের জন্য সবার প্রথমে চোখ রাখবে ভুবনেশ্বর কুমারের দিকে। প্রথম ম্যাচে তিনি উইকেট নিতে ব্যার্থ এবং ৪ ওভারে ৫২ রান খরচ করে। যেখানে তিনি ১৯ তম ওভারে ১৬ রান দিয়ে অস্ট্রেলিয়ার জয় আরও সহজ করে দিয়েছিল। শুধু এই ম্যাচেই নয় এর আগেও এশিয়া কাপে ১৯ তম ওভার বড় রান খওয়ানোর জন্য ভারতকে হারতে হয়েছে। এদিকে ইনজুরির কারণে বুমরাহ বেশ কিছুদিন দলের বাইরে। দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আসতে চলেছে বুমরাহ।
২. হার্ষল প্যাটেল (দীপক চাহার)
ভারতীয় পেসার হার্ষল প্যাটেল ইনজুরির কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলে। তিনি আবার দলে সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই এক্ষেত্রে মনে করা হচ্ছে তার জায়গায় আসতে পারে দীপক চাহার।
৩. দীনেশ কার্তিক (ঋষভ পন্ত)
প্রথম ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু প্রথম ম্যাচে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেনি। উইকেটের পিছনে দাঁড়িয়েও দুটি রিভিউয়ের ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মনে করা হচ্ছে দীনেশ কার্তিকের পরিবর্তের ঋষভ পন্ত আসতে পারে।
৪. চাহাল (অশ্বিন)
প্রথম ম্যাচে খেলতে নামা চাহাল বোলিংয়ে কোন ধারাবাহিকতা দেখাতে পারেনি। আর বোলিংয়ের মান যেন কোথাও একটা কমে যাচ্ছে। তাই এক্ষেত্রে চাহালের পরিবর্তে অশ্বিনকে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয় ম্যাচে দলের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা (সি), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, দীপক চাহার