বছরের প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু টিম ইন্ডিয়ার, হার্দিকের নেতৃত্বে শ্রীলংকার বিরুদ্ধে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল সিরিজ

বছরের শুরুটাই ভালো হল টিম ইন্ডিয়ার। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলো ভারতীয় দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। দলের সঙ্গে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও কে এল রাহুলের মত একাধিক সিনিয়র খেলোয়াড়। তাই দলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে অনেক তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। জবাবে শ্রীলংকা ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট খইয়ে ১৬০ রানেই গুটিয়ে যায়। শেষমেষ ম্যাচে ২ রানের রুদ্ধশ্বাস জয় ভারতের।

India vs Srilanka

ম্যাচে ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যখন ব্যর্থ শেষের দিকে দীপক হুডা (Deepak Hooda) ও অক্ষর প্যাটেল (Axar Patel) ব্যাট হাতে গুরুদায়িত্ব পালন করে। ম্যাচে ওপেনিং করতে নামেন টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটানো শুভমন গিল (Subhman Gill) এবং ঈশান কিষান (Ishan Kishan) দুই তরুণ ব্যাটসম্যান। কিন্তু গিল তার নামের সুবিচার করতে পারলেন না। মাত্র ৭ রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি, তখন দলের স্কোর ২৭ রানে ১ উইকেট।

এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনিও বাজে শট খেলে মাত্র ৭ রানে ফিরে যান। তারপর ব্যর্থ হলেন সঞ্জু স্যামসনও (Sanju Samson)। তিনি ভারতের জার্সিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না। মাত্র ৫ রানেই শেষ করে নিজের ইনিংস। অন্যদিকে, লড়াই করতে থাকা ঈশান কিষান, তিনিও ২৯ বলে ৩৭ রান করে ফিরে যান। তখন ভারত ৭৭ রানে ৪ উইকেট হারিয়েছে।

এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া ক্রিজে আসেন। দলের অবস্থা দেখে তিনি ধীরগতিতেই এগিয়ে যাচ্ছিছিলেন। তিনি শেষ ওভার পর্যন্ত না থাকলেও ২৯ রান দলের জন্য যুক্ত করেন। এরপর জ্বলে উঠেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। হুডা ২৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন এবং অক্ষর ২০ বলে ৩১ রান করেন। ফলে ভারত ২০ ওভারে ১৬২ রান তুলতে সক্ষম হয়।

জবাবে শ্রীলংকা ব্যাট করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় তাঁদের ইনিংস। ভারতের হয়ে শুরুটা ভালো করেন শিবম মাভি। তিনি অভিষেক ম্যাচেই ২২ রানে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন। অন্যদিকে উমরান মালিকও ২৭ রান দিয়ে ২ উইকেট এবং  হর্ষল প্যাটেল ৪১ রান দিয়ে ২ উইকেট নেন।

শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো হল না। তাঁদের ওপেনার জুটির একজন পাথুম নিশঙ্ক ১ রান এবং ডি সিলভা মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরে যান। ভাল বল করলেন হার্দিকও। তিনি উইকেট না পেলেও ৩ ওভার বল করে মাত্র ১২ রান দেন। নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে সক্ষম হল ভারতীয় বোলাররা। আরেক ওপেনার কুশল মেন্ডিসও ২৫ বলে ২৮ রান করে ফিরে যান। অধিনায়ক দাশুন শনকা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও ২৭ বলে ৪৫ রান করে উমরানের বলে ক্যাচ দিয়ে বসেন। এখানেই জয়ের আশা শেষ হয়ে যায় শ্রীলংকার। অবশেষে ২ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজে (India vs Srilanka T20 series) ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।