ভারতের ভবিষ্যৎ এই তিন ক্রিকেটারকে বিশ্বকাপে জায়গা দিল না BCCI, অবাক সমর্থকরা

৫ সেপ্টেম্বর ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে রয়েছে বেশ কয়েক জনক যারা দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন।

Yuzbendra Chahal

আবার বিশ্বকাপের দল থেকে এমন বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন যাদেরকে ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এক নজরে দেখে নেওয়া যাক এমন তিনজন ক্রিকেটার:-

১) যুজবেন্দ্র চাহাল:- যুজবেন্দ্র চাহাল হল এমন একজন ক্রিকেটার যিনি সারা বছর ধরে ভারতের হয়ে খেললেও কোন বড় টুর্নামেন্টে তাকে দলে রাখে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। স্বাভাবিকভাবে এখানে স্পিনাররা সাহায্য পেয়ে থাকবেন। তার সত্ত্বেও এই তারকা স্পিনারকে দলে রাখিনি বিসিসিআই।

২) দীপক চাহার:- ভারতীয় দলের একজন দুর্দান্ত ফাস্ট বলার হলেন দীপক চাহার। গত বছর ভারতের হয়ে পরপর বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। তার পারফরমেন্স যথেষ্ট চোখে পড়ার মতো তাও বিশ্বকাপের দলে জায়গা হয়নি দীপক চাহারের।

Deepak Chahar

৩) সঞ্জু স্যামসন:- আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে বরাবরই ভালো পারফরম্যান্স করেন সঞ্জু স্যামসন। সেই কারণেই তাকে বারবার দলে নেওয়ার জন্য দাবি উঠতে থাকে ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু ভারতের এই ভবিষ্যৎ তারকাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ দেয় নি ভারতীয় ক্রিকেট বোর্ড।