রোহিত-সামির পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলার দুই ক্রিকেটার

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পেয়ে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের চোট এতটাই গুরুতর যে তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতে এসে তার চিকিৎসা চলবে।

ভারতে এসে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রোহিতের (Rohit Sharma) আঙ্গুলের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবেন চিকিৎসকরা। তারপর জানানো হবে রোহিত টেস্ট সিরিজ খেলতে পারবেন কিনা। তবে যতদূর সম্ভব রোহিতকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। রোহিত না খেললে তাঁর জায়গায় নেওয়া হবে কাকে? সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (Avimanyu Easwaran)।

এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে চলছে ভারতীয় এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে টেস্ট সিরিজ। আর এই টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। ভারতীয় এ দলকে এই টেস্ট সিরিজ নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বিজয় হাজার ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরি করার পর সরাসরি বাংলাদেশ উড়ে গিয়েছে অভিমন্যু ঈশ্বরন। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ম্যাচেও তিনি সেঞ্চুরি করলেন। আর এই নিয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হয়ে গেল বাংলার এই ওপেনারের। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবিদার তিনি।

রোহিতের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কম বাংলার জোরে বোলার মহম্মদ সামির। আর মহম্মদ সামির পরিবর্তে জোরে বোলার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ঢুকতে পারেন বাংলার আরেক জোরে বোলার মুকেশ কুমার। যিনি বাংলাদেশ এ দলের বিরুদ্ধে প্রথম আন অফিসিয়াল টেস্ট ম্যাচে এক ইনিংসের ৬টি উইকেট নিয়েছেন। তিনিও এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন।