IPL-2023 শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আইপিএলকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে থাকে আবেগপ্রবন ব্যাপার। এই খেলায় একদিকে যেমন ভারতীয় খেলোয়াড়রা প্রভাবশালী, অন্যদিকে বিদেশী খেলোয়াড়রাও ভূমিকাবান। আইপিএল খেলায় নিয়ম আন্তর্জাতিক খেলার নিয়মের থেকে কিছু আলাদা তা আমরা সকলেই জানি। এখন এই নিয়মের আবার পরিবর্তন আনতে চলেছে বোর্ড কর্তারা। IPL-এ আর চলবে না ফ্রাঞ্চাইজিদের মনমর্জি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন সিজনে একটি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পর্যন্ত, টসের সময় দুই দলের প্লেয়িং-১১ এর পাশাপাশি অতিরিক্ত ৪ জন খেলোয়াড়ের নাম দিতে হয় যারা প্রভাবশালী খেলোয়াড়ের পর্যায়। নতুন নিয়ম অনুযায়ী, প্রভাবশালী খেলোয়াড়দের তালিকায় শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের নামই অন্তর্ভুক্ত করতে হবে।
IPL-এর নতুন নিয়ম:-
প্রসঙ্গত, BCCI সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে, কোনও বিদেশী খেলোয়াড় আর প্রভাবশালী খেলোয়াড় হতে পারবে না। উভয় দলের অধিনায়কে টসের সময় প্লেয়িং একাদশ সহ প্রভাবশালী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় রাখা যাবে না কোন বিদেশি খেলোয়াড়। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের অধীনে, আগে ফ্র্যাঞ্চাইজিরা পরিবর্তক খেলোয়াড় হিসাবে যেকোনো খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিতে পারতো। কিন্তু এখন টসের সময়তেই, প্রত্যেক দলকে প্লেয়িং একাদশ সহ ৪ বিকল্প খেলোয়াড়ের নাম নথিভূক্ত করতে হবে।
আম্পায়ারকে সেই লিষ্ট দিতে হবে :-
যেইদিন খেলা সেই দিনের পুরো স্কোয়ার্ড অ্যাম্পিয়ারকে জমা দিতে হবে। লিস্টে থাকা খেলোয়াড়দের মধ্যে, দল যে কোনো একজন খেলোয়াড়কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করতে পারবে। এমনকি ম্যাচের ১৪তম ওভার পর্যন্ত বিকল্প খেলোয়াড়দের মাঠে নামাতে পারবে। বাদ পড়া খেলোয়াড় ওই ম্যাচে আর কোনোভাবেই নামতে পারবে না।
এই নিয়ম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও লাগু ছিল:-
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই নিয়ম প্রথমবারের মতো কার্যকর করা হবে। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ লিগেও এই নিয়ম লাগু ছিল। যেখানে এই নিয়ম ওই লিগে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। ‘ইমপ্যাক্ট প্লেয়ারের’ এই নিয়ম অনেক ম্যাচের ফলাফল ওলোটপালোট করেছে। এখন এই নিয়ম আইপিএলেও প্রতিফলিত হতে চলেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি এখন শুধুমাত্র ৪ বিদেশী খেলোয়াড়দের প্লেয়িং-১১ সামিল করতে পারবে, আর বিকল্প প্লেয়ারের তালিকায় কোন বিদেশী নাম অন্তর্ভুক্ত করতে পারবে না।