রাত পোহালেই আইপিএল (IPL) নিলাম। আগামীকাল কোচিতে বসতে চলেছে এবার আইপিএলের (IPL) মিনি নিলাম। আইপিএল শুরুর আগে দল গোছানোর এটাই শেষ সুযোগ ফ্রাঞ্চাইজি গুলির কাছে। আগামীকাল ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বেশ কিছু ক্রিকেটারের। কেউ হবেন কোটিপতি, কেও আবার অবিক্রিত থেকে যাবেন। তবে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আগামীকাল কোটি কোটি টাকায় বিক্রি হতে পারেন।
এক নজরে দেখে নেওয়া যাক নিলামে কোন কোন ক্রিকেটারের দাম সর্বোচ্চ হতে পারে:-
১) বেন স্টোকস:- এবার নিলামে সব থেকে বেশি দাম উঠতে পারে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড কে চ্যাম্পিয়ন করার পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল এই বেন স্টোকসের। স্টোকস কে নিজেদের দলে নেওয়ার জন্য আইপিএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজির মধ্যেই লড়াই হতে চলেছে। তবে যে দলের হাতে বেশি অর্থ আছে তারাই দলে নিতে পারবেন স্টোকসকে।
২) ক্যামেরন গ্রিন:- টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কয়েক বছরে দুর্দান্ত পারফরমেন্স করছেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। অস্ট্রেলিয়া দল যখন ভারত সফর এসেছিল তখন টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্যামরন গ্রীন। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও যেকোন পজিশনে ব্যাটিং করতে পারেন ক্যামরন গ্রীন।
৩) রিলি রুশো:- টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স করে ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপ একটি সেঞ্চুরিও করেছেন তিনি। আর এমন অবস্থায় এই বিধ্বংসী ব্যাটসম্যান কে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়াতে চাইবে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি।
৪) স্যাম কারেন:- ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত করেছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কার্যকরী এই তরুণ অলরাউন্ডার। এমন অবস্থায় স্যাম কারেনকে দলে নেওয়ার জন্য আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলির মধ্যে যে লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য।
৫) হ্যারি ব্রুক:- এবার আইপিএল নিলামে ঝড় তুলতে চলেছেন ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার হ্যারি ব্রুক। সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজে তিনটি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে নেওয়ার জন্য আইপিএল এর প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিই ঝাপাতে চলেছে।