বলিউড বয়কটের পর এবার সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড করছে #Boycottipl। ভারতকে বিশ্বের অন্যতম সেরা দল বলে বিবেচিত করা হয়। তবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে ম্যাচ হেরেছে ক্ষোভে ফুটছে সোশ্যাল মিডিয়া। #Boycottipl-এর ডাক চলছে টুইটার জুড়ে। সুপার ফরের শেষ দুই ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ভারতের পারফর্মেন্স ছিল জঘন্যতম। এর কারণ হিসেবে IPL-কেই দায়ী করছে, তাই ভক্তরা BCCI-কে IPL বন্ধ করার প্রতিক্রিয়া জানিয়েছে।
এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বে নাম্বার ওয়ান থাকা ভারতীয় দল (Indian cricket team), সুপার ফরে এসে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়ে পাকিস্তানের কাছে। যেখানে তারা ১৮২ রানের টার্গেট দিয়েও বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি ভারতীয় দল। তারপরেই দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ল্যাজেগোবোরে। শ্রীলঙ্কার কাছেও ১৭৪ রানের অনেক বড় টার্গেট সহজ করে দিয়েছিল ভারতীয় বোলাররা। বিন্দুমাত্র চাপের মুখে ফেলতে পারেনি লঙ্কা বাহিনীকে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়া জানাচ্ছে BCCI এর কাছে।
Team like this …Never Before Ever After..
A perfect team for Country..
#BoycottIPL #IndianCricketTeam @BCCI pic.twitter.com/wOx9KVF9wu— imam hulagur (@imamhulagur) September 7, 2022
রাহুল ও ঋষভ পান্তকে নিয়ে তীব্র প্রতিবাদ :-
সহ অধিনায়ক কেএল রাহুল এবং উইকেট কিপার ঋষভ পান্তকে নিয়ে নির্বাচনকারীদের প্রশ্ন উঠেছে। এদিকে কেএল রাহুল আইপিএলের পর সরাসরি এশিয়া কাপে উঠে এসেছেন। অন্যদিকে, ঋষভের টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরমেন্স দিন দিন তোলোনিতে যাচ্ছে।
57 trial matches completed by Rishabh 👖 in T20IS.#RishabhPant #BoycottIPL pic.twitter.com/IWNzWd9vKs
— JAISRAJ NISHAD (@Jaisraj_Nishad5) September 7, 2022
ধোনির কামব্যাক ডাক :-
১৫ ই আগস্ট ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান প্রাক্তন মহেন্দ্র সিং ধোনি। তার উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতানোর স্মৃতি এখনো ভুলতে পারছেন না ভক্তরা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল এ দারুন ফিট। তাই ধোনি তুমি ফিরে এসো ডাক ভক্তদের।
https://twitter.com/ghostisthere/status/1567444908222586882?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567444908222586882%7Ctwgr%5Ea636355834df99c59050e47ddffd562f2d174490%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fsports%2Fcricket%2Fasia-cup%2Fboycott-ipl-trends-on-twitter-after-india-lost-to-pakistan-and-sri-lanka-in-asia-cup%2Farticleshow%2F94049703.cms
আইপিএলকে বয়কট করার ডাক তীব্র:-
এদিকে রোহিত শর্মা আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন। বিরাট কোহলির পারফরম্যান্স থাকে অসাধারণ। কে এল রাহুল ২২ গজে একাই একশো। ঋষভ পান্ত দলের প্রধান খেলোয়াড়। অন্যদিকে হার্দিকের আত্মমারাত্মক ব্যাটিং ও ভুবেনশ্বর কুমার গেম চেঞ্জিং বোলিং দেখা যায় আইপিএলে। অর্থাৎ প্রত্যেক খেলোয়াড়ই যখন আলাদা আলাদা ভাবে বিপক্ষ দলের হয়ে খেলে তখন তারা নিজেদের মতো করে ম্যাচ জেতাতে মরিয়া হয়ে পড়ে এটা সত্য প্রমাণিত। তাছাড়া আইপিএল এর এমন কিছু শিক্ষা নিয়ে বিদেশীরা মাঠে প্রতিফলিত করে নিজেদের দলের হয়ে। তাই #BoycottIPL ডাক তীব্র হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।