ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় (India) দলে রোহিত শর্মা (Rohit Sharma)র অধিনায়কত্বে ম্যাচ খেলছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। যার জেরেই ক্রিকেট কেরিয়ার নিয়ে বিপদে পড়েছেন ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার কেএস ভরত। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে ১৮.৪২ গড়ে তাঁর রান ছিলো ১২৯। তবে ডব্লুটিসির ম্যাচে খারাপ ফর্মের পরেই কেএস ভরতের ক্রিকেট পিচে ফিরে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরো পড়ুনঃ ঠিক যেন বাজপাখি! শূন্যে লাফিয়ে ৯ ফুট উঁচুতে ক্যাচ ধরলেন সিরাজ, ভাইরাল ভিডিও
কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি, অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের ব্যবধানে হারে টিম ইন্ডিয়া, যেখানে অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ৪৬০ । ভারতের হারের পর এবারেও আইসিসি ট্রফি অধরাই থেকে গেছে ভারতের। সব মিলিয়ে খারাপ ফর্মের দায় এসে পড়ে কেএস ভরতের ওপর। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে ভরতের জায়গায় দলে এসেছেন ইশান কিষাণ। তবে ইনি ভালো পারফর্ম করলে কেএস ভরতের পক্ষে দলে ফেরা আরো কঠিন হবে।
আরো পড়ুনঃ ১৫০ রান তুললেই কেল্লাফতে! ওয়েস্ট ইন্ডিজ সফরেই নয়া রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি
কারণ ইশান কিষাণের মতন ভরতের কোনো এক্স ফ্যাক্টারও নেই যাতে হেরে যাওয়া ম্যাচকেও জেতানো যায়। এমনকি শেষ মুহূর্তে মিরাকেল ঘটানোর মতনও কোনো বিশেষ ব্যাপার নেই। তাই ভারতীয় দলে ক্রমেই ইশানের চাহিদা বাড়ছে। অন্যদিকে একাধিক ম্যাচে তাঁর ভালো পারফরম্যান্স থেকে একটা কথা স্পষ্ট তিনি ক্রিকেট পিচের জন্য অনবদ্য। তাঁর ফর্ম বজায় থাকলে তিনি নিঃসন্দেহে ম্যাচটিকে জিতাতে সমর্থ হবেন।