শনিবার ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। রোহিত শর্মা (Rohit Sharma) চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে আসেন ঈশান কিসান (Ishan Kishan)। ওপেন করতে এসেই বাজিমাত করলেন তিনি। রোহিত শর্মার পরিবর্তে সুযোগ পেয়ে ডবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান (Ishan Kishan)। সেই সঙ্গে গড়লেন আরো বেশ কিছু রেকর্ড।
𝟐𝟎𝟎 𝐑𝐔𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐈𝐒𝐇𝐀𝐍 𝐊𝐈𝐒𝐇𝐀𝐍 🔥🔥
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐨𝐮𝐛𝐥𝐞 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧.
He is the fourth Indian to do so. Take a bow, @ishankishan51 💥💥#BANvIND pic.twitter.com/Mqr2EdJUJv
— BCCI (@BCCI) December 10, 2022
প্রথম শতরানেই দ্বিশতরান: এর আগে বিশ্বের আর কোন ব্যাটসম্যান প্রথম শতরানকে দ্বী-শতরানে পরিণত করতে পারেনি। ভারত তথা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করে রেকর্ড করলেন ঈশান কিসান (Ishan Kishan)।
দ্রুততম ডবল সেঞ্চুরি: এতদিন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন ঈশান কিষান। ১৩৮ বলে দ্বিশতরান করেছিলেন ক্রিস গেইল। শনিবার ঈশান ডবল সেঞ্চুরি করলেন ১২৬ বলে।
For his fiery 🔥 🔥 double ton, @ishankishan51 bags the Player of the Match award as #TeamIndia beat Bangladesh by 227 runs in the third ODI 👏 👏
Scorecard 👉 https://t.co/HGnEqugMuM #BANvIND pic.twitter.com/CJHniqrIoa
— BCCI (@BCCI) December 10, 2022
কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি:- এতদিন পর্যন্ত সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করার রেকর্ড ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার নামে। তিনি ২৬ বছর ১৮৬ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে ২৪ বছর ১৪৫ দিনে ডবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান।
ভারতের দ্রুততম ১৫০:- দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের গন্ডি টপকালেন ঈশান কিসান। মাত্র ১০৩ বল ১৫০ রান করেন ঈশান।
Double Tons by Indian batters in ODIs!! @sachin_rt ✅@Virendersehwag ✅@ImRo45 ✅
& now @ishankishan51 ! 👏🏻👏🏻
An elite club to be a part of 😎#TeamIndia pic.twitter.com/LqCrkWPv0b— BCCI (@BCCI) December 10, 2022
ঈশান একাই ৬৮.৬ শতাংশ: বিরাটের সঙ্গে জুটিতে ২৯০ রানের মধ্যে ঈশান একাই করেছেন ৬৮.৬ শতাংশ রান। যা একটি বিরাট রেকর্ড।