আজ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে ভারত (India)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। রোহিত শর্মা (Rohit Sharma) চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে আসেন ঈশান কিসান (Ishan Kishan)। ওপেন করতে এসেই বাজিমাত করলেন তিনি।
Ishan Kishan departs after scoring a stupendous 210 👏💯💯
Live – https://t.co/ZJFNuacDrS #BANvIND pic.twitter.com/oPHujSMCtY
— BCCI (@BCCI) December 10, 2022
রোহিত শর্মার পরিবর্তে সুযোগ পেয়ে ডবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান (Ishan Kishan)। গত ম্যাচে ডান হাতের বুড়ো আঙ্গুলে গুরুতর চোট পেয়ে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
রোহিত শর্মা না থাকায় সুযোগ চলে আসে ঈশান কিশানের কাছে। সেই সুযোগ খুব ভালোভাবে কাজে লাগালেন তিনি। ডবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন ঈশান কিষান (Ishan Kishan)।
আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার শিখর ধাওয়ান কে হারায় ভারত। সেই সময় ক্রিজে আসেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির সঙ্গে দ্রুত গতিতে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান তরুণ ওপেনার ঈশান কিষান।
𝟐𝟎𝟎 𝐑𝐔𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐈𝐒𝐇𝐀𝐍 𝐊𝐈𝐒𝐇𝐀𝐍 🔥🔥
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐨𝐮𝐛𝐥𝐞 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧.
He is the fourth Indian to do so. Take a bow, @ishankishan51 💥💥#BANvIND pic.twitter.com/Mqr2EdJUJv
— BCCI (@BCCI) December 10, 2022
ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলছিলেন ঈশান কিশান। তার লাভও পেলেন তিনি। মাত্র ১২৬ বলে ডবল সেঞ্চুরি করলেন ঈশান। আর সেই সঙ্গে তিনি নাম লেখালেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মার সঙ্গে। ঈশান কিশানের এই ইনিংসটি সাজানো ছিল ২৪ টি চার এবং দশটি ছক্কা দিয়ে।