২৪শে পা রাখলেন ভারতের (India) তরুণ ক্রিকেটার ইশান কিষান (Ishan Kishan), সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেছে। যেই ভিডিওতে দেখা গিয়েছে রোহিত শর্মার কাছে জন্মদিনের উপহার চাইছেন এই তরুণ ক্রিকেটার। আর তাঁর উত্তরে রোহিতও মজা করে বলছেন “আবার কি চাই? তোমার কাছে তো সবকিছুই আছে। বরং তুমি আমাদের কিছু উপহার দাও। পরের ম্যাচে ১০০ রান করে আমাদের উপহার দাও।”
এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগেই চলছে জোরদার অনুশীলন। এদিন দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইশানের জন্মদিন পালন করল টিম ইন্ডিয়া।
A day in the life of birthday boy – @ishankishan51 👏📷
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦 – A 𝙎𝙋𝙀𝘾𝙄𝘼𝙇 appearance from #TeamIndia captain @ImRo45 #WIvIND pic.twitter.com/aHfW1SpYL2
— BCCI (@BCCI) July 18, 2023
ভিডিওতে দেখা গিয়েছে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অনুশীলন শেষে রেস্ট রুমের মেঝেতে বসে কেক কাটছেন ইশান কিষান (Ishan Kishan)। আর তার পাশে দাঁড়িয়ে তাঁকে চিয়ার আপ করছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেট সতীর্থরা। প্রসঙ্গত, গতকাল ক্রিকেট সতীর্থ এবং প্রিয় বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে একটি দারুন ভিডিও পোস্ট করেছিলেন টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার শুভমান গিল। ইন্সটাগ্রামে নিজের স্টেটাসে একটি ভিডিও দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভমান।
ভিডিওতে দেখা গিয়েছিলো দুই ক্রিকেটার গাড়ি করে কোথাও একটি ঘুড়তে যাচ্ছেন। গাড়িতে ভ্রমন করাকালীন দুজনেই আনন্দে গান গাইছেন। আর এই ভিডিও ভক্তদের দারুন পছন্দ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজের প্রিয় বন্ধুর সাথে ছবি শেয়ার করেন শুভমান। তা নেটিজেনদের খুবই পছন্দের, বিশেষত তাঁদের দুজনের এই বিশেষ বন্ধুত্ব ক্রিকেট ভক্তদের খুবই পছন্দের।