ঈশান কিষানের ডবল সেঞ্চুরিতে উৎসব শুরু বিহারে, জেনে নিন ঈশানের মোট সম্পত্তি কত কোটি

ভারত অধিনায়ক রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পান ভারতের তরুণ ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। আর এই ম্যাচের সুযোগ পেয়ে সুযোগের দারুন ব্যবহার করলেন ঈশান কিষান (Ishan Kishan)। দুর্দান্ত ব্যাটিং করে করলেন ডবল সেঞ্চুরি। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখে দিলেন এই তরুণ ওপেনার।

১৩১ বলের বিধ্বংসী ইনিংসে ২১০ রানের ইনিংস খেলেন ঈশান কিশান (Ishan Kishan)। ঈশান কিশানের এই ইনিংসটি সাজানো ছিল ২৪ টি চার এবং দশটি সুবিশাল ছক্কা দিয়ে। ঈশান কিষাণের (Ishan Kishan)। এই ইনিংস দেখে অবাক সকলেই। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান (Ishan Kishan)।

ঈশান কিষানের এই ইনিংস দেখে ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে বিহারে। বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা ঈশান কিসান, তিনি ছোটবেলায় সেখানে মানুষ হলেও দীর্ঘ সময় কাটিয়েছেন বিহারের রাজধানী পাটনায়। খুব অল্প বয়সেই তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। আর তাই ঈশান কিষানের কোটিপতি হতেও বেশি সময় লাগেনি।

ইসান কিসান সেই সমস্ত ক্রিকেটারদের তালিকায় পড়েন যারা অল্প বয়সেই কোটিপতি হয়ে গিয়েছেন। ২০২২ সালে দাঁড়িয়ে ইসান কিশানের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকার থেকেও বেশি।

ঈশান কিসনের আয়ের মূল উৎস ক্রিকেট। ম্যাচ ফি, ক্রিকেট লিগ এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট করে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন। বর্তমানে ঈশান কিষানের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। তিনি ব্র্যান্ড প্রোমোশনের জন্য মোটা অংকের অর্থ নিয়ে থাকেন।

এই বছর আইপিএল নিলামে সব থেকে বেশি মূল্যে বিক্রি হয়েছে ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে। এছাড়া ভারতীয় দলের হয়ে খেলে এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে বছরে আরো কয়েক কোটি টাকা উপার্জন করেন ঈশান কিষান। ঈশানের নিত্যনতুন দামি দামি গাড়ির শখ রয়েছে। ঈশান কিষানের গ্যারেজে BMW, মার্সিটিজ এর মত বিশ্বের জনপ্রিয় গাড়ি গুলি রয়েছে।