“স্ত্রী ও মা-বাবার জন্যই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি”, সাফল্যের রহস্য ফাঁস করলেন সূর্যকুমার

বর্তমানে টি-টোয়েন্টি ফরমেটে দুর্দান্ত পারফরমেন্স করছেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তার ব্যাট থেকে আসছে বড় বড় রান। ইতিমধ্যেই এই বছর টি-টোয়েন্টি ফরমেটে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। আর এই দুটি সেঞ্চুরি করার কারণে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থানে রয়েছে সূর্য।

https://www.instagram.com/p/ClDIcIVI7Oj/?igshid=YmMyMTA2M2Y=

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ভালোই ফর্মে ছিলেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। বিরাট কোহলির পরে ভারতের সর্বোচ্চ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আর এই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে সেঞ্চুরি করেছেন সূর্য কুমার যাদব।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্য কুমারের এই ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আর ম্যাচ শেষে নিজের ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সূর্য।

ম্যাচ শেষে সূর্য তার এই দুর্দান্ত পারফরমেন্সের সমস্ত কৃতিত্ব তার স্ত্রী এবং তার মা-বাবাকে দিয়েছেন সূর্য কুমার যাদব। তিনি জানিয়েছেন তাদের জন্যই আজ তিনি আজ এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছেন।

https://www.instagram.com/p/CksKB-1IFis/?igshid=YmMyMTA2M2Y=

এইদিন ম্যাচ শেষে সূর্য কুমার যাদব বলেন, ” আমি আজ এই জায়গায় এসে পৌঁছেছি এর জন্য আমার মা-বাবা এবং স্ত্রীর যথেষ্ট পরিশ্রম রয়েছে। আমি যেখানেই খেলতে যায় আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যায়। ছুটির দিন গুলো তার সঙ্গে সময় কাটায়, ঘুরতে যায়। আমি প্রত্যেকদিন ফোনে আমার মা বাবার সাথে যোগাযোগ রাখি। তাদের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত কোনো আলোচনা না করলেও তারা আমাকে মানসিকভাবে অনেক সুস্থ রাখে এবং আমাকে শক্তি যোগায়। তাদের অনুপ্রেরণা নিয়েই আমি মাঠে নামি এবং সাফল্য অর্জন করি।”