ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাড়াই খেলতে নেমেছিল ভারত (India)। বিরাট- রোহিতহীন ভারতীয় দল এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে।
Hardik Pandya said "Virat Kohli gave me some pointers & it helped me a lot – I am thankful to Virat". pic.twitter.com/ovr6z4Chvg
— Johns. (@CricCrazyJohns) August 1, 2023
এই ম্যাচে ওপেন করতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতের দুই তরুন ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) ও শুভমান গিল (Subhaman Gill)। এছাড়াও রান পেলেন সঞ্জু স্যামসন, অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই ম্যাচে ৫২ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শার্দুল ঠাকুর, মুকেশ কুমার।
এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করেছেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি কোন উইকেট পাননি। এই ম্যাচে ৫২ বলে ৪ টি চার ও ৫ ছক্কার দৌলতে ৭০ রানের ইনিংস খেলেন হার্দিক। ম্যাচ শেষে তার ব্যাটিংয়ের জন্য বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন হার্দিক।
এদিন হার্দিক বলেন, ” বেশ কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলাম না। দুদিন আগে এই বিষয়ে বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যা সত্যি আমার কাজে লেগেছে। বিরাট বলেছিল ওয়ানডে ফরম্যাটে ক্রিজে গিয়ে সময় কাটাতে তাহলেই রান আসবে।”
Hardik Pandya said "Virat Kohli gave me some pointers & it helped me a lot – I am thankful to Virat". pic.twitter.com/ovr6z4Chvg
— Johns. (@CricCrazyJohns) August 1, 2023
এছাড়াও হার্দিক বলেন, ” বিরাট এবং রোহিত দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে কখনো কখনো তাদের বিশ্রাম দিতে হয়। বিরাট, রোহিতকে বিশ্রাম দিয়ে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। আমার ভালো লাগছে তারাও ভালো পারফরম্যান্স করেছে। এইভাবে পুরো দল ভালো পারফরম্যান্স করলে অধিনায়ক হিসেবে আপনি সবসময় খুশি থাকবেন। এই ধরনের খেলা আমি সবসময় উপভোগ করি।”