“টম লাথমের দুর্দান্ত ইনিংসই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিল”, অকপট স্বীকার করলেন ধাওয়ান

টি-টোয়েন্টি সিরিজের পর শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত (India) এবং নিউজিল্যান্ডের (Newzealand) মধ্যে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্ক ক্রিকেট স্টেডিয়াম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং নিউজিল্যান্ড (Newzealand)।

এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে ৩০৭ রান তোলে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।

একটা সময় পরপর উইকেট হারিয়ে যাবে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে নিউজিল্যান্ড দলকে টেনে তোলে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান টম লাথম। এই দুজনের ব্যাটে ভর করেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে ১০৪ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন টম লাথম। অপরদিকে অধিনায়ক কেন উইলিয়ামসন ৯৮ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এই ম্যাচে ৩০৬ রানের বড় স্কোর তুলে ভারত ভেবেছিল এই ম্যাচ অনায়াসে জিতে যাবে। অপরদিকে শুরুতেই নিউজিল্যান্ডের তিনটি উইকেট পড়ে যায় কিন্তু টম লাথামের দুর্দান্ত ব্যাটিংই এই ম্যাচে ভারতকে হারিয়ে দেয়। এমনটাই স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ানও।

ম্যাচ হেরে ধাওয়ান বলেন, ” আমরা ভালো ব্যাট করেছিলাম, বড় স্কোর করেছি। বোলিং করার সময় শুরুতে ১৫ ওভার ম্যাচ আমাদের দখলেই ছিল কিন্তু তারপরই টম লাথম আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করেন এবং সেই আমাদের কাছ থেকে ম্যাচটি দূরে সরিয়ে নিয়ে যায়। টম লাথমের ১৪৫ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছে আমাদের তরুণ ক্রিকেটাররা।”