বছরের প্রথম দিনে বিগ ব্যাশ (Big Bash) লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স এবং ব্রিসবেন হিট। আর এই ম্যাচে একটি ক্যাচ ধরাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে জোরালো বিতর্ক। এই ম্যাচে জর্ডান স্কিলের একটি আকাশচুম্বি ছক্কাকে কার্যত ক্যাচ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন মাইকেল নেসার। যা নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক।
Michael Neser's juggling act ends Silk's stay!
Cue the debate about the Laws of Cricket… #BBL12 pic.twitter.com/5Vco84erpj
— cricket.com.au (@cricketcomau) January 1, 2023
এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করে সিডনি সিক্সার্স। চতুর্থ উইকেটে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মেজাজে খেলছিলেন জর্ডান স্কিল। ব্যাটিং করতে নেমে ৩টি চার এবং ২টি ছক্কার সুবাদে ২৩ বলে ৪১ রান করেন জর্ডান স্কিল।
আর তারপরই একটি আকাশচুম্বী ছক্কা মারেন জর্ডান স্কিল। সেই ছক্কা কে উড়ে গিয়ে অসম্ভব একটি ক্যাচ ধরেন মাইকেল নেসার। সেই ক্যাচ দেখে অবাক হয়ে যান মাঠে উপস্থিত সকল দর্শক। আম্পায়ার সেটিকে আউট দেওয়ার পরই শুরু হয় জোরালো বিতর্ক।
জর্ডান স্কিলের মারা সেই শট সোজা বাউন্ডারির বাইরে ছক্কা হওয়ার জন্য যাচ্ছিল কিন্তু সেই সময় অনেকটা লাফিয়ে সেই ছক্কা বাঁচিয়ে দেন মাইকেল নেসার। তবে তিনি শরীরের ভারসাম্য বজায় রাখতে না পারায় বল আবার বাউন্ডারির বাইরে চলে গিয়েছিল। সেই সময় সকলকে অবাক করে ফের একবার হাওয়াতে ঝাঁপিয়ে বলটিকে বাউন্ডারির ভেতরে পাঠিয়ে ক্যাচ ধরে নেন তিনি।
Michael Neser's juggling act ends Silk's stay!
Cue the debate about the Laws of Cricket… #BBL12 pic.twitter.com/5Vco84erpj
— cricket.com.au (@cricketcomau) January 1, 2023
ক্রিকেটে এর আগে এমন ক্যাচ কেউ কোনদিন নেয়নি। স্বাভাবিকভাবে মাঠে উপস্থিত সকল দর্শক অবাক হয়ে গিয়েছিল। সেই সময় আউটের আবেদন করায় আম্পায়রা সেটিকে আউট দিয়ে দেন। আর তারপরই শুরু হয় জোরালো বিতর্ক। অনেকে আম্পায়ারের এই আউটের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন এটা কিভাবে আউট হয়? এটা ক্রিকেটের নিয়ম নেই।