আগামী মাসে ভারতের ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
Jadeja picks up his first wicket as Shamim Hossain is given out LBW!
Bangladesh 161/6
Live – https://t.co/Qi56Y95GFN…… #INDvBAN pic.twitter.com/EPXhi0H8NZ
— BCCI (@BCCI) September 15, 2023
ফাইনালে ওঠার পর নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল ভারতীয় দল। নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। আর এই ম্যাচেও ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার রেকর্ড করলেন।
এবারের এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপে একের পর এক রেকর্ড করে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। অপরদিকে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বল হাতে রেকর্ড করেছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে কুলদীপ যাদব মাত্র ৮৮ ম্যাচে ১৫০ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে রেকর্ড করেছেন।
A Special DOUBLE Hundred 👏👏
Well done, Ravindra Jadeja!
Follow the match – https://t.co/OHhiRDZM6W#TeamIndia | #AsiaCup2023 | #INDvBAN pic.twitter.com/9RZE0SUSYL
— BCCI (@BCCI) September 15, 2023
এবার সুপার ফোরে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রেকর্ড করলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম বাঁহাতি ভারতীয় স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট নিলেন জাদেজা। সেই সঙ্গে কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০০ রানের পাশাপাশি ২০০ উইকেট নিলেন জাদেজা।