চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) শেষ হলেই ভারত যাবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে। ভারত নিউজিল্যান্ডে গিয়ে টানা ১৮ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পযন্ত সীমিত ওভারের দুই সিরিজ খেলবে। তারপরেই ডিসেম্বরের ৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের সাথে ODI ও টেস্ট সিরিজ খেলে এই বছরের মত খেলা শেষ করবে ভারত। তবে এরইমধ্যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দূর হবে ফিনিশিংয়ের চিন্তা।
এখন চলমান ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-2022’ মাঝপথে অবস্থান করছে। শেষ হতে আর বেশি দেরি নাই। আর বিশ্বকাপ শেষ হলেই বেশ কিছু সিনিয়র খেলয়াড়কে বিশ্রাম দিয়ে অনেক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন বোর্ড। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট শিবির ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর বার্তা দিয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন ভারতের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এতে ২২ গজে ভারতের ক্লাইম্যাক্স আরও জমজমাট হবে।
আমরা আপনাকে বলি, রবীন্দ্র জদেজা এশিয়া কাপ থেকে চোট পেয়ে দীর্ঘদিন দলের বাইরে আছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পারেননি তিনি। সম্প্রীতি, ভারতীয় কন্ট্রোল ক্রিকেট বোর্ড (BCCI) বাংলাদেশ সফরে ঘোষিত দলে রবীন্দ্র জাদেজাকে রেখেছেন। এখান থেকে মনে করা হচ্ছে তিনি চোট সারিয়ে (Jadeja Injury) সুস্থ হয়েছেন। বিশ্বকাপ চলার মাঝেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটি সুখবর।
বাংলাদেশের বিরুদ্ধে খেলার তারিখ :-
৩ ম্যাচের একদিনের সিরিজ (ODI): ৫০ ওভারের ম্যাচ হবে ডিসেম্বরের ৪, ৭ ও ১০ তারিখ! স্টেডিয়াম ঢাকা।
২ ম্যাচের টেস্ট সিরিজ : প্রথম টেস্ট ম্যাচ ১৪-১৮ই ডিসেম্বর, স্টেডিয়াম চট্টগ্রাম। দ্বিতীয় টেস্ট ম্যাচ ২২-২৬শে ডিসেম্বর, স্টেডিয়াম ঢাকা।
বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজের (Bangladesh Vs India) দল:-
Squad for Bangladesh ODIs:
Rohit Sharma (C), KL Rahul (vc), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Ravindra Jadeja, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Yash Dayal
— BCCI (@BCCI) October 31, 2022
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহল, শেখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, রজত পতিদার, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রাহুল ত্রিপাঠী, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল:-
Squad for Bangladesh Tests:
Rohit Sharma (C), KL Rahul (VC), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav.
— BCCI (@BCCI) October 31, 2022
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব।