সোমবার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান (Japan) এবং ক্রোয়েশিয়া (Croatia)। এইদিন খেলার শুরু থেকেই গতিশীল ফুটবল খেলতে শুরু করে জাপান (Japan)। একের পর এক আক্রমণ হানে ক্রোয়েশিয়ার গোলপোস্টে। জুনিয়া ইতো, দাইচি কামাদাদের গতির সঙ্গে পেরে উঠছিল না ক্রোয়েশিয়ার ফুটবলাররা। খেলার ৩ মিনিটের মাথাতে প্রথম সুযোগ পায় জাপান (Japan)। তানিগুচির হেড অল্পের জন্য বাইরে যায়।
Croatia go through to the Quarter-finals on penalties! 🇭🇷@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
অপরদিকে মাঝ মাঠের দখল নিয়ে ধীরে ধীরে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে ক্রোয়েশিয়া (Croatia)। নিজেদের রক্ষণ মজবুত রেখে আক্রমণ করে ক্রোয়েশিয়া। ৯ মিনিটের মাথায় টোমিয়াসুর ভুল থেকে সুযোগ পায় ক্রোয়েশিয়া (Croatia)। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও পেরিসিচ গোল করতে পারেননি।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় ফের জাপান সুযোগ পেয়ে যায়। ইতোর ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল করতে পারতেন মায়েদা। কিন্তু অল্পের জন্য মিস হয়। ধীরে ধীরে বলের দখল নিজেদের কাছে রাখতে শুরু করে ক্রোয়েশিয়া। অপরদিকে বল পেয়ে ক্রমাগত গোলের সুযোগ বাড়াতে থাকে জাপান।
অবশেষে গোল করে জাপান। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল পেয়ে যায় জাপান। মায়া ইয়োশিদা হেড চলে যায় মায়েদার কাছে। বাঁ পায়ের শটে গোল করতে ভুল করেননি দলের স্ট্রাইকার। প্রথমার্ধে দুর্দান্ত গোল করে জাপানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মায়েদা।
🇭🇷 Croatia's hero 🇭🇷
A hat-trick of penalty saves! 👏#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/8MKDVEFhWy
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার মরিয়া চেষ্টা শুরু করে ক্রোয়েশিয়া। ৫৫ মিনিটের মাথায় লভরেনের ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান ইভান পেরিসিচ। তারপর আর কোন দলই গোল করতে পারেনি। ৯০ মিনিট শেষ হওয়ার পর আরও অতিরিক্ত ৩০ মিনিটে দেওয়া হয় কিন্তু অতিরিক্ত সময়েও আর কোন দল গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও বিদায় নিতে হল জাপানকে।