এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার মোহম্মদ সিরাজ (Mahammad Siraj)। তবে ভালো বোলিং করলেও ফিল্ডার হিসেবে খুব একটা ভালো নয় সিরাজ। বারবার সহজ ক্যাচ ছাড়তে দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে (Mahammad Siraj)। তবে এবার সিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এমন একটি ক্যাচ ধরলেন যা দেখে অবাক হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
Miyaan Bhai ki daring 😯 #INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/LUdvAmmbVr
— FanCode (@FanCode) July 12, 2023
এদিন জাদেজার বলে বড় শট খেলতে যান জার্মাইন ব্ল্যাকউড। সেই সময় অনবদ্য ফিল্ডিং করে ব্ল্যাকউডকে সাজঘরে ফেরান সিরাজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ ওভারে বোলিং করতে আসেন জাদেজা। ইনিংসের ২৭.৬ তম ওভারে জাদেজার বল লং-অফে তুলে মারেন ব্ল্যাকউড। মিড অফ থেকে নিজের ডানদিকে দৌড়ে শূন্য লাফিয়ে ওঠেন সিরাজ।
আরও পড়ুন:- আরও এক ওপেনার টেস্ট দলে ঢুকলো, যশস্বীকে নিয়ে মুখ খুললেন মায়াঙ্ক, বললেন…
সেই সময় বলটি মাটি থেকে প্রায় ৯ ফুট উঁচুতে ছিল। সেই বল এক হাতে তালুবন্দি করেন মহম্মদ সিরাজ (Mahammad Siraj)। সিরাজের এই ক্যাচ দেখে অবাক হয়ে যান মাঠে উপস্থিত সকলে। তবে এই ক্যাচ ধরতে গিয়ে কনুইয়ে কোন হালকা চোট পেয়েছেন সিরাজ। ব্যক্তিগত ১৪ রান করে ফিরে যান ব্ল্যাকউড।
আরও পড়ুন:- প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন
এই ম্যাচে ভালো ফিল্ডিং করলেও বল হাতে সেভাবে পারফরমেন্স করতে পারলেন না মহম্মদ সিরাজ। এই ম্যাচে ১২ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন সিরাজ।
Miyaan Bhai ki daring 😯 #INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/LUdvAmmbVr
— FanCode (@FanCode) July 12, 2023
এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাঁচটি উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র যাদেজা। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে প্রথম দিনের শেষে ৮০ রান তুলেছে ভারত।