ওয়ানডে বিশ্বকাপের সেরা পাঁচ ক্রিকেটার বেছে নিলেন ক্যালিস, তালিকায় মাত্র ১ ভারতীয়

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এক মাসও বাকি নেই, আগামী ৬ ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ নিজেদের মতামত রেখেছেন। এবার বিশ্বকাপের সেরা ৫ ক্রিকেটার বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তী জ্যাক ক্যালিস।

এক নজরে দেখে নেওয়া যাক ক্যালিসের পছন্দের সেরা ৫ ক্রিকেটার:-

১) রাশিদ খান:- এই তালিকায় সবার প্রথমে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খানকে রেখেছেন জ্যাক ক্যালিস। ক্যালিস জানিয়েছেন, “এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে রাশিদ খান এবং ভারতের পরিবেশ তার জন্য খুবই উপযুক্ত। তাই এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করবে রাশিদ খান।”

Virat Kohli

২) বিরাট কোহলি:- এই তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে রেখেছেন জ্যাক ক্যালিস। ক্যালিস বলেছেন, “বিরাট একজন বিশ্বমানের ব্যাটসম্যান। ও নিজের পারফরমেন্স দিয়ে সারা বিশ্ব ক্রিকেটের মন জয় করে নিয়েছে। আমার মনে হয় এটাই বিরাটের শেষ বিশ্বকাপ হতে চলেছে, তাই নিজের শেষ বিশ্বকাপে নিজেকে ও উজাড় করে দেবে এবং ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

৩) জস বাটলার:- তালিকায় তৃতীয় স্থানে জস বাটলারকে রেখেছেন। ক্যালিস বলেছেন, ” দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের পরিবেশের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে জস বাটলার, ও বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে।”

Jos Butler

৪) অনরিখ নোকিয়া:- তালিকায় চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অনরিখ নোকিয়াকে রেখেছেন জ্যাক ক্যালিস।

৫) বাবর আজম:- এই তালিকায় পঞ্চম এবং শেষ স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন জ্যাক ক্যালিস।