ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামীকাল রবিবার সুপার সানডে তে বিশ্বকাপের (T20 world cup) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই হাইভোল্টেজ ম্যাচের জন্য তৈরি হয়ে গিয়েছে ভারতীয় দল। সেই সঙ্গে এই ম্যাচের জন্য তৈরি হয়ে গিয়েছেন উইকেটে ব্যাটসম্যান দীনেশ কার্তিকও।
https://www.instagram.com/reel/CkAIlirPFUN/?igshid=YmMyMTA2M2Y=
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে সম্পূর্ণ ভাবে বাদ পড়েছিলেন দীনেশ কার্তিক (Dinesh kartik)। সেই সময় অনেক ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার দাবি করেছিলেন আর কোনদিনও ভারতীয় দলে ফিরতে পারবেন না দীনেশ কার্তিক (Dinesh kartik)। তবে নিজের পরিশ্রম এবং আদম্য জেদের মধ্যে দিয়ে তাদের সকলকে ভুল প্রমাণিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন দীনেশ কার্তিক (Dinesh kartik)।
এবার ভারতীয় দলে কাম ব্যাক করার জন্য অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন দীনেশ কার্তিক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আউট হয়ে দীনেশ কার্তিক প্যাবিলিয়নে ফিরছিলেন। এছাড়াও দীনেশ কার্তিকের ক্যারিয়ারের অনেক উঠানামা রয়েছে সেই ভিডিওতে। অপরদিকে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে রিকি পন্টিংয়ের গলা। তিনি বলছেন, দীনেশ কার্তিকের কেরিয়ার শেষ। আর কোনদিন হয়তো ভারতীয় দলের জার্সি গায়ে ফিরতে পারবেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও খারাপ পারফরমেন্সের কারণে কলকাতা নাইট রাইডার্স দল দীনেশ কার্তিককে ছেড়ে দেয়। আর তারপর এবারের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগদান করে দীনেশ কার্তিক। এবারের আইপিএলে কার্তিক যে ভাবে খেলেছে তাতে শুধু আইপিএলেই নয় সরাসরি ভারতীয় দলে ডাক পেয়েছে দীনেশ।
https://www.instagram.com/reel/CkAIlirPFUN/?igshid=YmMyMTA2M2Y=
দীনেশ কার্তিকের এই কামব্যাক দেখে খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছেন, ” আমরা দীনেশ কার্তিককের কমেন্ট্রি বক্সে কাম ব্যাকের অপেক্ষা করছিলাম কিন্তু তিনি যেভাবে ফের ভারতের জার্সি গায়ে বিশ্বকাপে কাম ব্যাক করল সেটা কেউ ভাবতে পারেনি। দীনেশ কার্তিককে এভাবে দেখে আমি খুবই অবাক এবং খুশি। ঋষভ পন্থ, কে এল রাহুল, সঞ্জু স্যামসন এর মতো তরুণ উইকেট কিপারদের টেক্কা দিয়ে দীনেশ কার্তিক যেভাবে ভারতীয় দলে কাম ব্যাক করেছে তা অসাধারণ।”