বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ (IPL)। যেখানে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি অনেক বিদেশি তারকারাও প্রত্যাবর্তন করে থাকেন। আইপিএলকে নিয়ে শুধু ভারতই নয় গোটা ক্রিকেট বিশ্ব থাকে উৎকল্লো। ভারতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সাধারণত এপ্রিল-মে মাস সময় করে। আর এই সময়েই কিউই ক্রিকেটাররা সিরিজের জন্য পাকিস্তানের (Newzealand VS Pakistan) প্রস্তাব প্রত্যাখ্যান করবে বলে খবর সামনে আসছে।
এই সময় ভারতের (Indian Cricket) সাথে অন্য দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয় না বললেই চলে। যদি অন্য কোন দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয় তাহলে তারা পূর্ণ দল নিয়ে খেলতে পারে না। এখন পাকিস্তানে গিয়ে ২০২৩ এর ১৩ই এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। আর একই সময়ে ভারতে আইপিএলের মহাৎসব। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ডেভিড হোয়াইট দিলেন বড় বয়ান।
আমরা আপনাকে বলি, গত বছর পাকিস্তানে খেলতে গিয়েও খেলেননি উইলিয়ামসনরা। এই বছরও আবার একই সময়ে সিরিজের জন্য প্রস্তাব পাকিস্তানের। এখন নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের (Newzealand Cricket Board) কর্তা ডেভিড হোয়াইট জানিয়ে দিলেন, “তারা পাকিস্তানে খেলতে না গিয়েও ভারতে এসে আইপিএল খেলতে পারেন। ক্রিকেটারদের সুযোগ থাকবে নিজেদের পছন্দ বেছে নেওয়ার।”
এ প্রসঙ্গে ডেভিড হোয়াইট আরও বলেন, “পাকিস্তানে আমরা পূর্ণশক্তি নিয়ে যেতে চাইলেও তা হবে না। কারণ, এই সময় বড় নামের তারকারা আইপিএলের দিকেই বেশি ঝুঁকিপূর্ণ হবে। এখানে সুরক্ষার পাশাপাশি নিজেদের পছন্দ নিজেদের কাছেই। আইপিএল খেলা একটা আলাদা অভিজ্ঞতা তৈরি হবে ক্রিকেটারদের। তাই IPL ও পাকিস্তান দুটোর একটা বেছে নেওয়ার সুযোগ থাকছে ক্রিকেটারদের হাতে।”
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আরও জানান, “পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর চলছে। এই বছর আমাদের আধিকারিকরা পাকিস্তান সফর করেছিল। এই সফর সম্পর্কে দেশের সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।” আমরা আপনাকে বলি, গত বছর সুরক্ষা ব্যবস্থার কারণেই শেষ মুহূর্তে পাকিস্তান ছেড়ে পালিয়ে এসছিল কিউইরা। কিছুদিন আগেও নিউজিল্যান্ড পাকিস্তান সফরে গিয়েছিল। যেখানে তাদের খাবারদাবার ও সুরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।