ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটের হলেন কে এল রাহুল (K L Rahul)। একজন উইকেট রক্ষক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন রাহুল (K L Rahul)। বর্তমানে তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু বেশ কয়েক মাস চোটের কারণে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন।
কয়েক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাহুল। বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা অথিয়া শেঠির সাথে এই বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাহুল। তবে সুনীল কন্যা অথিয়া ছাড়াও আরও তিনজন সুন্দরী অভিনেত্রীর সম্পর্ক ছিল রাহুলের।
আরও পড়ুন:- বিশ্বকাপে যশস্বীর খেলার সম্ভাবনা শেষ, বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলী
১. সোনম বাজওয়া:- কে এল রাহুল তার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে সবার প্রথম সম্পর্কে জড়িয়ে ছিলেন পাঞ্জাবি বংশোদ্ভূত অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গে। একে অপরকে বেশ কয়েকবার ডেটও করেছেন। তবে অল্প কয়েক দিনের মধ্যেই তাদের সম্পর্কে বিচ্ছেদ করে।
আরও পড়ুন:- বলিউডের বিখ্যাত পরিচালককে ডেট করছেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে এল বড় আপডেট
২. নিধি আগরওয়াল:- বলিউড অভিনেত্রী নিধি আগরওয়াল সঙ্গে কে এল রাহুল সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। একটি রেস্তোরায় নিধি এবং রাহুল একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তারপরই তাদের সম্পর্কে গুঞ্জন তীব্র মাত্রা নেই। তবে নিধি জানিয়েছিলেন রাহুল তার ছোটবেলার বন্ধু।
৩. আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর:- বলিউডের বেশ কিছু ছবিতে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছিলেন আকাঙ্ক্ষা কাপুর। আকাঙ্ক্ষা এবং রাহুলের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, সোশ্যাল মিডিয়ায় দুজনেই একে অপরের সঙ্গে ছবিও শেয়ার করতেন কিন্তু অথিয়ার আছে একটি সঙ্গে রাহুলের সম্পর্ক গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে রাহুলের। অবশেষে অথিয়াকে বিয়ে করে আকাঙ্ক্ষার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেন রাহুল।