Asia Cup 2022:- সুপার ফরে থাকা ৪ দলই একটি করে ম্যাচ সম্পন্ন করেছে! কোন দল কোন পজিশনে আছে? কিভাবে ২ দল ফাইনাল খেলবে? জানুন বিস্তারিত

‘Asia cup 2022’-র সুপার ফরে থাকা চার দলেরই একটি করে খেলা সম্পন্ন হল। সুপার ফরে অংশগ্রহণকারী দল ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা গ্রুপে নিজেদের মধ্যে একটি করে খেলেছেন। এখন চার দলের পজিশন কি, পরবর্তী খেলার ফলাফল অনুযায়ী কোন দল কোন পজিশনে থাকবে? আসুন আজ আমরা বিস্তারিত আলোচনা করব!

Asia cup 2022 super four

নিজেদের গ্রুপের মধ্যে খেলে এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কা। তারা আফগানিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট ও নেট রানরেট +০.৫৮৯ নিয়ে তালিকার শীর্ষে আসেন। অন্যদিকে পাকিস্তান ভারতকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় পজিশনে থাকা পাকিস্তানের পয়েন্ট ২ ও নেট রানরেট +০.১২৬।

 

এই তালিকা যথাযথভাবে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের প্রাপ্য পয়েন্ট 0 ও নেট রানরেট -০.১২৬। এই তালিকা চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট 0 ও নেট রানরেট -০.৫৮৯। এই পয়েন্ট তালিকা নিজেদের গ্রুপে একটি করে খেলার ফলাফল।

Super four point table

রবিবার পর্যন্ত সুপার ফরে (Super Four) থাকা চারটি দলের মধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখনো এই চারটি দলের মধ্যে ৪ ম্যাচ বাকি আছে। যার মধ্যে ৬ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার পয়েন্ট তালিকায় থাকা প্রথম ও তৃতীয় এর মধ্যে খেলা অনুষ্ঠি হবে। অর্থাৎ ভারত ও শ্রীলংকার খেলা হতে চলেছে মঙ্গলবার। তারপরের দিন অর্থাৎ ৭ তারিখ তালিকার দ্বিতীয় ও চতুর্থ পজিশনে থাকা দুই দলের মধ্যে খেলা হবে। অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে খেলা হবে।

 

তারপরের দিন অর্থাৎ ৮ তারিখ আবার ভারত নামবে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ৯ তারিখ পাকিস্তান খেলতে নামবে শ্রীলংকার বিপক্ষে। এইভাবে সুপার ফরে থাকা দলগুলির মধ্যে ব্যক্তিগতভাবে তিনটি করে ম্যাচ সম্পন্ন হবে।

Super four match list

এইভাবে চারটি দলের প্রত্যেকের ব্যক্তিগত তিনটি ম্যাচ সম্পন্ন হওয়ার পর যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে অর্থাৎ পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় পজিশনে থাকা দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচ (Final match) অনুষ্ঠিত হবে। এই খেলা অনুষ্ঠিত হবে ১১ তারিখ দুবাই স্টেডিয়ামে। যদি ভারত ও পাকিস্তান সবশেষে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকে, তাহলে আরো একবার এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখা যাবে।