বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে কিংবদন্তি সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তী হচ্ছেন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) এবং বিরাট কোহলি (Virat Kohli)। এক সময় ভারতীয় ক্রিকেট মানেই ছিল শচীন টেন্ডুলকার। সচিন তেন্দুলকার (Sachin Tendulkar) ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন শচীনের অভাব হয়তো আর কেউ পূরণ করতে পারবেন না কিন্তু শচীনের অভাব অনেকটাই পূরণ করে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।

একসময় একার হাতে ভারতীয় ক্রিকেটকে টেনেছিলেন শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)। ব্যাট হাতে করেছিলেন ঝুড়ি ঝুড়ি রান, করেছিলেন একের পর এক সেঞ্চুরি। আর সেই সঙ্গে শচীন টেন্ডুলকার করেছেন অনেক গুলি বিশ্ব রেকর্ড। সেই একই পথে হাটছেন বিরাট কোহলিও (Virat Kohli)। বিরাট কোহলি ব্যাট হাতে ঝুড়িঝুড়ি রান করার পাশাপাশি সেঞ্চুরি নিরিখে শচীন টেন্ডুলকারের দিকেই এগিয়ে চলেছেন। এবার শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) আরও একটি রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। আর এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন বিরাট কোহলি। আর সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরমেটে ৪৪ টি সেঞ্চুরি করার নজির গড়লেন বিরাট কোহলি।

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না বিরাট কোহলি। বিরাট কোহলির রানের খরা লেগেই চলেছিল। এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ক্রিকেটের তিনটি ফরমেটে বিরাট কোহলির সেঞ্চুরি হয়ে গেল। এবার বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্যারিয়ারের ৪৪ তম সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। সেই সঙ্গে তিনি টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

কিংবদন্তি সচিন তেন্ডুলকর তাঁর ক্যারিয়ারের ৪৪তম শতরানটি করেছিলেন ৪১৮তম ইনিংসে। সেখানে বিরাট কোহলি তাঁর ক্যারিয়ারের ৪৪তম শতরানটি করে ফেললেন মাত্র ২৫৬ টি ইনিংসেই।