বিরাট কোহলি, বর্তমান ক্রিকেটের যুবরাজ ভারতের এই ক্রিকেটার। বিরাট কোহলি ব্যাট করতে নামলেই রেকর্ড যেন নিজে নিজে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলে। যত দিন যাচ্ছে ততই যেন বিরাট রেকর্ডের পর রেকর্ড করছে। কোহলির সামনে এই মুহূর্তে শুধুমাত্র রয়েছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার। তাছাড়া প্রত্যেক ক্রিকেটারের রেকর্ড ভেঙ্গে তছনছ করে দিচ্ছেন বিরাট কোহলি। এদিন শচীনেরও বেশ কয়েকটি রেকর্ড ভেঙ্গে দিলেন কোহলি।
Fastest to 13000 ODI runs.
Take a bow, @imVkohli 🙌🙌#TeamIndia pic.twitter.com/UOT6HsJRB2
— BCCI (@BCCI) September 11, 2023
এদিন এশিয়া কাপের সুপারফোর এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে একাধিক রেকর্ড ভেঙ্গে দিলেন বিরাট কোহলি। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওয়ানডে ফরমেটে ৪৭ টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। সেই সঙ্গে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরমেটে ৪৭ টি সেঞ্চুরি করলেন কোহলি। ৪৭ টি সেঞ্চুরি করতে কোহলির সময় লেগেছে ২৬৭ টি ইনিংস। অপরদিকে শচীন টেন্ডুলকার ৪৭ টি সেঞ্চুরি করতে সময় নিয়েছিলেন ৪৩৫ টি ইনিংস।
ওয়ানডে ফরম্যাটে ৪৭ টি সেঞ্চুরি করে সব ফরম্যাট মিলিয়ে বর্তমানে কোহলির সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ৭৭ অর্থাৎ শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ছুঁতে কোহলির প্রয়োজন আর মাত্র ২৩ টি সেঞ্চুরি।
13000 ODI runs and counting for 👑 Kohli
He also brings up his 47th ODI CENTURY 👏👏#TeamIndia pic.twitter.com/ePKxTWUTzn
— BCCI (@BCCI) September 11, 2023
এছাড়াও মাত্র ২৭৭ টি ইনিংস খেলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। শুধু দ্রুততম ১৩ হাজার রানই নয়। কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি দ্রুততম ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার এবং ১৩ হাজার রান পূর্ণ করলেন।