আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৫ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলকে সেবা করছেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দীর্ঘ ১৫ বছর ধরে ক্রিকেট বিশ্বে করছেন রাজ করছেন তিনি। ব্যাটসম্যান বিরাট কোহলির ভক্ত বিপক্ষ দলের ক্রিকেটাররাও। এবার কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আক্তার (Shoaib Akhtar)।
শোয়েব আক্তার হঠাৎই বিরাট কোহলিকে একটি বিশেষ পরামর্শ দিলেন। আক্তারের মতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিরাট কোহলির উচিত শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলা।
শোয়েব আক্তারের মতে বিশ্ব ক্রিকেটে একটি বিরাট রেকর্ড করেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সেটি হল ১০০টি সেঞ্চুরি। ১০০ টি সেঞ্চুরি করা মোটেও সহজ বিষয় নয়। তবে একমাত্র বিরাট কোহলির সেই ক্ষমতা রয়েছে। শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে বিরাট কোহলি। তাই বিরাটকে সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে টেস্ট ক্রিকেট খেলার পরামর্শ দিলেন আখতার।
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে একটি অনুষ্ঠানে শোয়েব বলেছেন, ‘‘কোহলিকে আরও বছর ছয়েক খেলতে হবে। কোহলিই পারে সচিনের রেকর্ড ভাঙতে। সে জন্য কোহলির উচিত আসন্ন বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেটে মন দেওয়া।’’
এছাড়াও আক্তার বলেন, “দীর্ঘ দিন খারাপ ফর্মে ছিলেন বিরাট কোহলি। বিরাটকে নিয়ে কম সমালোচনা হয়নি মিডিয়ায়। নিজের দেশেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোহলিকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সেই ইনিংস, হ্যারিস রাউফকে সেই দুটি ছক্কা তাকে ফের রাজার মতো ফিরিয়ে এনেছে ক্রিকেট বিশ্বে।”