“টি-২০ বিশ্বকাপের পর অবসর নেবেন কোহলি”, আসল সত্য জানালেন কোচ রাজকুমার শর্মা

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat kohli)। বিরাট কোহলি কে রান মেশিনও বলা হয়। তিনি রান করলে ভারতের জয় আটকানোর ক্ষমতা কারোর নেই। বিরাট (virat) যখন ব্যাট হাতে মাঠে নামেন তখন তাবড় বোলাররাও বল করার আগে চিন্তায় পড়ে যান। সম্প্রতি কয়েক মাস ব্যাট হাতে ছন্দে ছিলেন না বিরাট কোহলি (virat kohli)। তবে এশিয়া কাপ থেকে ফের ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও করে ফেলেছেন কোহলি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি (virat kohli) প্রসঙ্গে একটি খবর ছড়াতে শুরু করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করতে শুরু করেছেন যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ, তারপরই টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসর নেবেন বিরাট কোহলি (virat kohli)।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি এই খবর সম্পুর্ন উড়িয়ে দিয়েছেন। রাজকুমার শর্মা বলেছেন, “এমন কোন খবর আমার জানা নেই। এই মুহূর্তে ব্যাট বিরাট দারুণ পারফরম্যান্স করছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই বিশ্বকাপ তো বটেই এমনকি পরের বিশ্বকাপেও ব্যাট হাতে খেলতে দেখা যাবে কোহলিকে।”

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার কোহলির অবসর প্রসঙ্গে বলেছেন, “বিরাট কোহলি একজন দুর্দান্ত ক্রিকেটার। টিটোয়েন্টি ফরমেটের পাশাপাশি অন্য ফরমেটেও দাপিয়ে পারফরম্যান্স করছে কোহলি। কোহলি একজন কিংবদন্তি কারণ এই অল্প বয়সে তিনি ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। তাই আমার মনে হয় না এখনই কোহলির অবসর নেওয়া উচিত।”

উল্লেখ্য, এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। আর সেই দলের সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নির্ভর করছে অনেকটা কোহলি পারফমেন্সের উপর। কোহলি ব্যাট হাতে যত ভালো পারফরম্যান্স করবে বিশ্বকাপে ভারতের এগিয়ে যাওয়া ততটাই সহজ হবে।