এশিয়া কাপে ২ ম্যাচে ৯ উইকেট নিয়ে জাহির খান, অনিল কুম্বলেদের রেকর্ড ভেঙে দিলেন কুলদীপ যাদব

মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচে মূলত লড়াই স্পিনারদের। প্রথমে শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয় ব্যাটারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে দিলেন তারপর বল হাতে তান্ডব চালালেন ভারতের কুলদীপ যাদব।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র ২১৩ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় খুব ভালো জায়গায় চলে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে কার্যত হারা ম্যাচে ভারতকে জেতালেন কুলদীপ যাদব।

এই ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে চারটি উইকেট নিয়ে একাই শ্রীলংকার ব্যাটিং ধ্বংস করলেন কুলদীপ যাদব। সেই সঙ্গে হারা ম্যাচে ভারতকে জেতালেন কুলদীপ। শ্রীলংকার বিরুদ্ধে চার উইকেট এবং তার আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট অর্থাৎ এশিয়া কাপের দুই ম্যাচে নয় বেশ কিছু রেকর্ড ভাঙলেন কুলদীপ।

শ্রীলংকার বিরুদ্ধে চার উইকেট নিয়ে ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি বোলার জাহির খান, অনিল কুম্বলেদের রেকর্ড ভেঙ্গে দিলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০ টি উইকেট সম্পূর্ণ করেছেন কুলদীপ যাদব।

এই ম্যাচে চার উইকেট নিয়ে মাত্র ৮৮টি ইনিংসে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন কুলদীপ। সেই সঙ্গে টপকে গেলেন কিংবদন্তি অনিল কুম্বলে, জাহির খানদের। তবে অল্পের জন্য ছুঁতে পারলেন না মহম্মদ সামির রেকর্ড। মহম্মদ শামি মাত্র ৮০ ম্যাচ খেলেই ১৫০ টি উইকেট সংগ্রহ করেছিলেন।