রবিবার থেকে শুরু হচ্ছে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে ওয়ানডে সিরিজ। এই বাংলাদেশ সফরে গিয়ে ভারতীয় দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ইতিমধ্যেই সমগ্র ভারতীয় দল বাংলাদেশে পৌঁছে গিয়েছে। নিউজিল্যান্ড সফরে বিশ্রামে থাকলেও বাংলাদেশ সফরে খেলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), সহ অধিনায়ক কে এল রাহুল, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরা (Virat Kohli)।
https://twitter.com/deepak_chahar9/status/1598874533616029696?t=JFNv9CQhmGE_dVqxNZBxTQ&s=19
রোহিত, বিরাট, রাহুলরা ভারত থেকে সরাসরি বাংলাদেশ উড়ে গিয়েছে। অপরদিকে নিউজিল্যান্ড সিরিজে খেলা প্রত্যেক ক্রিকেটার নিউজিল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশ উড়ে এসেছে। আর এই নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ আশাকালীন প্লেনে খারাপ ব্যবহার করা হয় ভারতের তারকা বোলার দীপক চাহারের (Deepak Chahar) সঙ্গে।
নিউজিল্যান্ড থেকে ঢাকা ভারতীয় দল মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে এসেছিলেন। শনিবার ভারতীয় দলের অনুশীলনের যোগ দেওয়ার আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে টুইট করে দীপক চাহার জানিয়েছেন, এয়ারলাইন্স তার সমস্ত লাগেজ হারিয়ে ফেলেছে। এছাড়া বিজনেস ক্লাসের টিকিট থাকার সত্বেও তাকে প্লেনের মধ্যে কোন খাবার দেওয়া হয়নি।
টুইট করে দীপক চাহার লিখেছেন, ” মালয়েশিয়া এয়ারলাইন্সে আসার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদের প্লেনটি হঠাৎই পরিবর্তন করে দেয় কিন্তু সেই ব্যাপারে আগে থেকে আমাদের কোন রকম জানানোর প্রয়োজন মনে করেনি। এখন আমরা বাংলাদেশ পৌঁছে গিয়েছি। কিন্তু ২৪ ঘন্টা হয়ে গেলেও এখনো পর্যন্ত আমাদের লাগেজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। এমন পরিস্থিতি আগামীকালই আমাদের ম্যাচ রয়েছে।”
https://twitter.com/deepak_chahar9/status/1598874533616029696?t=JFNv9CQhmGE_dVqxNZBxTQ&s=19
দীপক চাহারের এই টুইটের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের তরফে চাহারের কাছে অভিযোগ জানানোর জন্য একটি লিংক পাঠানো হয়েছিল। যদিও সেই লিংকটি খুলছে না বলেই দাবি করেন দীপক চাহার।