‘৭১টি সেঞ্চুরি করা কোন মামুলি ব্যাপার না’… কোহলিকে নিয়ে বড় বিবৃতি দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগের দ্বি-পাক্ষিক ম্যাচে নিজেদের প্রস্তুতি দেখে নিতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) দল। আজ থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি হতে চলেছে মহালিতে। ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) মুখোমুখি। ম্যাচ শুরুর আগে কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক দিলেন বড় বয়ান।

Virat kohli and Aaron finch

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে এক প্রেস কনফারেন্স কোহলির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গত ১৫ বছরে তিনি দেখিয়েছেন তিনি একজন অন্যতম সেরা খেলোয়াড়। আর সেটা গত ১০-১৫ বছরের ক্রিকেট ইতিহাস দেখলে বোঝা যায়।

হ্যাঁ, সিরিজ শুরু আগে কোহলির ব্যাপারে বিবৃতি দিতে গিয়ে ফিঞ্চ বলেন, “তিনি গত ১৫ বছরের সর্বকালের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি খুব দক্ষ এবং ধারাবাহিক। বিশেষ করে টি-টোয়েন্টি খেলাকে আরও উন্নত করেছে। তিনি তার খেলাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার মুখোমুখি লড়াই মানে সেরা প্রতিদ্বন্দ্বিতা।

এরপর সেঞ্চুরির ব্যাপারে বলতে গিয়ে ফিঞ্চ বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৭১টি সেঞ্চুরি (Kohli 71th Century), যা খুব আশ্চর্যজনক। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ টি সেঞ্চুরি করা কোন মামুলি ব্যাপার না।” আমরা আপনাকে বলি, কিছুদিন হলো অ্যারন ফিঞ্চ ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন তিনি টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন।

Virat kohli

যদিও কিছুদিন আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনার শেষ ছিল না। আসলে গত তিন বছর যাবত কোহলির ফর্ম এতটাই খারাপ ছিল, ব্যাটে ছিল রানের খরা। কিন্তু এশিয়া কাপে তিনি ছন্দে ফিরেছেন এবং দীর্ঘদিনের সমালোচনা শেষ করেছেন। আর এই এশিয়া কাপেই তিনি নিজের ৭১তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। ইনি ফর্মে ফেরাতে ভারতীয় দল অনেকটাই শক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।