আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালের পর ২০২৩ সাল ফের ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপ নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে দশটি দল। ইতিমধ্যেই দশটি দলকে আগামী ৫ই সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রাথমিক দল ঘোষণা করার কথা জানিয়েছে আইসিসি।
এবারের বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? কোন ১৫ জন ক্রিকেটার জায়গা পাবেন বিশ্বকাপের দলে? এই নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাদের পছন্দমত প্রথম ১৫ জনের নাম জানিয়েছে। এবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতের স্কোয়াড বেছে নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেইডেন।
ম্যাথু হেইডেন নির্বাচিত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতের স্কোয়াডে একাধিক চমক রয়েছে। কে এল রাহুলের পাশাপাশি আরও দুইজন ব্যাকআপ উইকেটকিপার ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসনকে দলে রেখেছেন তিনি। দলে রাখা হয় নি কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে।
আসন্ন বিশ্বকাপের জন্য ম্যাথু হেইডেনের পছন্দের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।