আইপিএল থেকে বাদ পড়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন মায়াঙ্ক, করলেন দুর্দান্ত হাফ-সেঞ্চুরি

গত মরশুমে পাঞ্জাব থেকে তাদের অধিনায়ক কে এল রাহুলকে ছিনিয়ে নিয়েছিল লখনৌও সুপার জায়ান্টস। আর তারপরই পাঞ্জাব কিংস তাদের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন দলের অন্যতম সিনিয়ার ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালের (Mayank Agarwal) হাতে। অনেক আশা করে মায়াঙ্কের হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছিল পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট কিন্তু পাঞ্জাবের সেই আশা পূরণে ব্যর্থ হন মায়াঙ্ক।

মায়াঙ্কের নেতৃত্বে একেবারেই ভালো ফলাফল করতে পারেনি পাঞ্জাব। আইপিএলে মোট ১৪ ম্যাচের ৭টিতে জিতে লিগ টেবিলের ছয় নম্বরে শেষ করে পাঞ্জাব। অধীনয়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ফ্লপ হন মায়াঙ্ক (Mayank Agarwal)। ১৩ ম্যাচে মাঠে নেমে মাত্র ১৯৬ রান সংগ্রহ করেন তিনি। আর এই ব্যর্থতার কারণে এবারের নিলামের আগে মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) দল থেকে ছাঁটাই করেছে পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট।

পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট মায়াঙ্ককে দল থেকে ছাটাই করার দিনই ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ইনিংস খেললেন মায়াঙ্ক। এইদিন কর্ণাটকের হয়ে ঝাড়খণ্ড এর বিরুদ্ধে অনবধ‍্য হাফ সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতলেন মায়াঙ্ক।

এবারের বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ঝাড়খন্ড দল কিন্তু এই দিন গুরুত্বপূর্ণ ম্যাচে কর্নাটকের মুখোমুখি হয়ে কার্যত ল্যাজে গোবরে হল ঝাড়খন্ড। কর্ণাটককে ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে দিলেন মায়াঙ্ক আগরওয়াল।

এইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল কর্ণাটক এবং ঝাড়খন্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ডের অধিনায়ক বিরাট সিং। প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৪০.৪ ওভারে ঝাড়খণ্ড মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। ঝাড়খণ্ডের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন কুমার কুশাগ্র। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৬.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে নেয় কর্ণাটক। ৬ রানে ম্যাচ জিতে নেয় কর্ণাটক।