কাতারে বিশ্বকাপ (Qatar Worldcup) জিতে সফলতা উপভোগ করছে মেসির আর্জেন্টিনা এবং কোটি কোটি সমর্থক। বিয়ার সংস্থা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রাখল। কাতার বিশ্বকাপের জন্য নিয়ে যাওয়া অতিরিক্ত বিয়ার আর্জেন্টিনাতে পাঠিয়ে দিল বিয়ার সংস্থা (Beer Company)। সে দেশের সমর্থকদের বিনামূল্যে দেওয়া হবে এই বিয়ার।
তবে আর্জেন্টিনা পাঠানোর আগে বিয়ারের বোতলে কিছু পরিবর্তন করেছে। সংস্থা জানিয়েছে, বিয়ারের বোতলে লিওনেল মেসির ছবি যুক্ত (Messi in beer company) করা হয়েছে। যে পরিমাণ বিয়ার বেশি হয়েছে তাতে আর্জেন্টিনার প্রত্যেক সমর্থকরা ৩টি করে বোতল পাবেন বিনামূল্যে। তবে এটি শুধুমাত্র সাবালকদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বিয়ার বিতরণী সংস্থা খোলা হয়েছে। যেখান থেকে বিনামূল্যে বিয়ার নিতে পারবে সমর্থকরা।
ঘটনাচক্রে, কাতার বিশ্বকাপ শুরুর ২ দিন আগেই সে দেশের প্রেসিডেন্ট বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি নিয়ে আপত্তি করেছিলেন। তিনি কাতার ফুটবল সংস্থার সভাপতিও বটে। অ্যালকোহল বিক্রি নিয়ে কাতারের (Qatar Worldcup Alcohol) কানুন ছিল যথেষ্ট কড়া। এই সংক্রান্ত বিষয় নিয়ে বিয়ার প্রস্তুতকারক সংস্থা ফিফার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যদিও এর কোন সমাধানসূত্র মেলেনি।
কাতারে বিয়ার বিক্রি করতে না পেরে বিশ্বকাপের জন্য বিপুল পরিমানে আনা বিয়ার অন্য ভাবে ব্যবহারের চিন্তা-ভাবনা নিয়েছিলেন সংস্থার কর্তারা। তাঁরা জানিয়েছিলেন, যে দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা লাখ-লাখ বিয়ারের বোতল। বিশ্বজয়ী দেশের ফুটবল প্রেমীদের জন্যই সব বিয়ার মজুত করে রেখেছিল সংস্থাটি। বিশ্বকাপ জয়ের উৎসব পালনে কোনরকম খামতি রাখতে চাননি তাঁরা। এই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।
এবারের বিশ্বকাপে বিয়ার সংস্থা আর্থিকভাবে ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের জন্য ২০২৬ সালের বিশ্বকাপে (FIFA Worldcup 2026) সংস্থাটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৩৮৭ কোটি ৫০ লাখ টাকা। আমরা আপনাকে বলি, ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আমেরিকা, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজিত করছে।