কাতারে বিশ্বকাপজয়ী ৩৫ সদস্যকে সোনার iphone উপহার দিচ্ছেন মেসি, জেনে নিন এক একটি ফোনের দাম কত?

আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপজয়ী (FIFA Worldcup 2022) তারকা লিওনেল মেসি (Lionel messi) তাঁর দলের প্রতিটি সদস্য এবং সাপোর্ট স্টাফকে সোনায় মোড়া আইফোন উপহার দেবেন। ঘটনাটি অবাক করার মতো মনে হলেও, এটাই সত্যি। বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় ও দলের হেড কোচ লিওনেল স্কালোনি-সহ (Lionel Scaloni) সকল সাপোর্ট স্টাফকে এই বিশেষ উপহার দেবেন।

Messiহ্যাঁ, মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়া আইফোন (Messi Golden iphone) অর্ডার করেছেন মেসি। ডিজাইনকারী সংস্থা আইডিজাইনের ইনস্টাগ্রামেও এই ফোনের একাধিক ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই iphone-র পিছনে দিকে আর্জেন্টিনা ফুটবলের স্মৃতি দৃশ্যমান, যা শেয়ার করা ছবিতে স্পষ্ট।

সোনায় মোড়া এই আইফোনগুলোর ছবি সামনে এনেছে ডিজাইনকারি সংস্থা আই ডিজাইন। ফোনের পিছন দিকে আর্জেন্টিনার ৩ বার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিন তারকা। এর পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল দলের লোগো, ফুটবলারদের নাম ও জার্সি নাম্বার লাগানো হয়েছে। এ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে বিশেষত্ব এই ফোন গুলির দাম নিয়ে অনেকেই কৌতূহলী। যে ফোনের এই রকম বিশেষত্ব থাকবে তার দামও নিশ্চয়ই কম হবেনা। আসুন জেনে নেওয়া যাক একটি ফোনের দাম কত।

আপনাকে বলি, এক একটি ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১.৭৩ কোটি টাকা বলা হচ্ছে। কাতারে বিশ্বকাপ জিতে স্বপ্নপূরণ হয়েছে মেসির। কাতারে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল আর্জেন্তিনা। বিশেষ এই আইফোনগুলো কিনতে মেসির মোট খরচ হবে ১ লক্ষ ৭৫ হাজার ইউরো।

Messi golden iPhone দ্যা সানের দাবি, মেসি বিশ্বকাপ জয়ের উদযাপন আলাদা রকম কিছু করতে চেয়েছিল। আইডিজাইন সিইও বেন বলেন, “মেসি শুধু বড় তারকাই নন, তিনি আই ডিজাইন গোল্ডের একজন বিশ্বস্ত গ্রাহক। বিশ্বকাপ জয়ের কিছু দিন পরেই আমার সাথে এ বিষয়ে যোগাযোগ করেছিল। তারপর আমি আর্জেন্টিনা দলের ৩৫ সদস্যের জন্য আমি এই ফোন তৈরি করছি।”