মঙ্গলবার গভীর রাতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমেছিল আর্জেন্টিনা (Argentina) এবং ক্রোয়েশিয়া (Croatia)। আর এই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল লিও মেসির আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু রেকর্ড নিজের নামে করলেন আর্জেন্টিনার মহা তারকা লিও মেসি (Leo Messi)।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমে ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে (Argentina) এগিয়ে দেয় মেসি। আর এই গোল করার সঙ্গে সঙ্গে তিনি করে ফেললেন একটি অনবদ্য রেকর্ড। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ১১টি গোল ফেললেন লিওনেল মেসি (Leo Messi)। টপকে গেলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতারকে।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামার আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি এবং বাতিস্তুতার গোল সংখ্যা সমান ছিল। দুজনেই দশটি করে গোল করেছিলেন। সেমিফাইনালে এই গোলের সুবাদে বর্তমানে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ১১ টি।
অপরদিকে সেমিফাইনালে খেলতে নেমে আরও একটি বিশ্ব রেকর্ড করে ফেললেন লিও মেসি। এতদিন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছিলেন ম্যাথাউস। এবার ম্যাথাউসকে ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসি।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে পর্যন্ত বিশ্বকাপ ২৪ টি ম্যাচ খেলেছিলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ২৫ টি ম্যাচ খেলা ম্যাথাউসকে ছুঁয়ে ফেললেন তিনি। অর্থাৎ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলতে নামার সঙ্গে সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করে মাঠ ছাড়বেন মেসি।
এছাড়াও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে মেক্সিকোর প্রাক্তন অধিনায়ক রাফায়েল মার্কুয়েজকে টপকে গেলেন লিও মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মোট ১৯ টি ম্যাচ খেলা হয়ে গেল মেসির।