ধোনির মেয়ে ছোট্ট জিভার জন্য জার্সি পাঠালেন মেসি! জয় শাহের পর বিশেষ উপহার এখন ধোনির বাড়িতে

কাতারে বিশ্বকাপ (Qatar World Cup) জয়ের পর অটোগ্রাফ দেওয়া নিজের জার্সি আর্জেন্টিনা থেকে ভারতে পাঠালেন লিওনেল মেসি (Lionel messi)। এই নিয়ে এই বছর মেসির সই করা জার্সি ভারতের সংগ্রহে দুটি। এবার তার জার্সি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছে। তাঁর মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর আগে অটোগ্রাফ দেওয়া জার্সি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহকে (Jay Shah) পাঠিয়েছিলেন তিনি।

Messi's Jersey ziva

মেসির জার্সিতে বাবার সই করা নিজের নাম (Messi’s Jersey Ziva), যা জিভা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার অধিনায়কের জার্সি পেয়ে তিনি খুব আনন্দিত। ক্যাপশনে লেখা, “যেমন বাবা, তেমন মেয়ে।” ফুটবলের প্রীতি ধোনির আবেগের কথা আমরা সকলেই জানি। ক্রিকেট শুরুর আগে ফুটবলই ভালোবাসতেন তিনি। তার স্বপ্নও ছিল একজন ফুটবলার হওয়ার। এখনও সুযোগ পেলেই ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন তিনি।

 

আমরা আপনাকে বলি, ISL-এ চেন্নাই এফসির সঙ্গে যুক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। দলের খেলা দেখতে অনেক বার গ্যালারিতে পৌঁছেছেন তিনি। সঙ্গে তাঁর মেয়েও জিভাও থাকতেন। তবে মেয়েও যে বাবার মতো ফুটবল ভালবাসে তা তার আর্জেন্টিনার জার্সি গায়ে ফটো দেখেই বোঝা যাচ্ছে।

 

এর আগে মেসির সই করা জার্সি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কাতার বিশ্বকাপের আসর এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীরা কতটা আবেগপূর্ণ সে কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর যে অসংখ্য ভক্ত রয়েছেন ভারতেও। মেসি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন।

https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?igshid=YmMyMTA2M2Y=

জয়ের সঙ্গে মেসির পাঠানো সই করা সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রজ্ঞান। যেখানে তিনি লিখেছেন, “বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় তাঁর শুভেচ্ছা এবং সই করা জার্সি পাঠিয়েছেন জয় ভাইয়ের জন্য। কী অসাধারণ ব্যক্তিত্ব। তিনি নিজের জন্যও একটা মেসির একটা জার্সি আবেদন জানিয়েছিলেন।” এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। এখন ধোনির মেয়ে জিভার কাছে মেসির জার্সি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।